ঝালকাঠি সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দুদকের অভিযান

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২০, ২২:৩৪
অ- অ+

হটলাইনে অভিযোগ পেয়ে ঝালকাঠি সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসিতে) অভিযান চালিয়েছে দুদক।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে ঝালকাঠি শহরতলীর বিকনা এলাকার টিটিসি ভবনে দুদক বরিশাল কার্যালয়ের উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান চালায় দুদক সদস্যরা।

তবে তদন্তের স্বার্থে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি দুদক বরিশাল কার্যালয়ের উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান।

এর আগে ঝালকাঠী টিটিসিতে বিদেশগামী শিক্ষার্থীদের প্রশিক্ষণে অতিরিক্ত অর্থ আদায়সহ বিভিন্ন বিষয় নিয়ে আউট সোর্সিংয়ের এক কর্মচারীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছিলো জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

ঝালকাঠি সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাদেকা সুলতানা বলেন, সুনির্দিষ্ট কোনো অভিযোগের কথা বলেনি। তবে আমি যে কোয়াটারে থাকি তার ভাড়া দেই কিনা এবং কেনা কাটার হিসেব চেয়েছে তারা। আমি সকল বাজেট ও কেনাকাটার সকল কাজগপত্র তাদের দিয়েছি।

ঢাকাটাইমস/২৮জানুয়ারি/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবুল বারকাত গ্রেপ্তার
শতভাগ পাস, প্রায় সবাই জিপিএ-৫: ক্যাডেট কলেজের উজ্জ্বল সাফল্য
৩ থেকে ১০ জুলাই: যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৩৪৫ অপরাধী আটক
মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে সেনাবাহিনীর অভিযান: শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা