দেশের শীর্ষ আলেম আনোয়ার শাহ’র ইন্তেকাল

দেশের অন্যতম শীর্ষ আলেম, কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদের খতিব মাওলানা আযহার আলী আনোয়ার শাহ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার বিকাল ৫টার দিকে রাজধানীর ধানমন্ডির শঙ্করে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ২৫ জানুয়ারি তাকে সেখানে ভর্তি করা হয়।
এর আগে তিনি দীর্ঘদিন ব্যাংককে চিকিৎসা নেন। সেখানে তার খাদ্যনালিতে ক্যানসার ধরা পড়ে। তাকে কেমো ও রেডিওথেরাপি দেওয়া হয়। বাংলাদেশে আসার পর প্রথমদিকে তার স্বাস্থ্যগত অবস্থার কিছুটা উন্নতি হয়। এর কিছুদিন পর থেকে স্বাস্থ্যের অবস্থা জটিল হতে থাকে। তখন তিনি কয়েকদিন মিরপুরের ডেল্টা হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন।
মাওলানা আনোয়ার শাহ কওমি মাদ্রাসার সর্বোচ্চ সংস্থা হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সদস্য, বেফাকুল মাদারিসিল আরাবিয়া (বেফাক) -এর সহ-সভাপতি এবং কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়ার মহাপরিচালক ছিলেন। কিশোরগঞ্জসহ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে তার ব্যাপক প্রভাব ছিল।
খ্যাতিমান এই আলেমকে কিশোরগঞ্জে আগামীকাল বৃহস্পতিবার সমাহিত করা হবে। তবে তার জানাজা ও দাফনের সময় এখনো জানানো হয়নি।
(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/জেবি)
সংবাদটি শেয়ার করুন
ইসলাম বিভাগের সর্বাধিক পঠিত
ইসলাম এর সর্বশেষ

জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেছে

বরেণ্য আলেমের ওপর প্রামাণ্য স্মারকগ্রন্থ

অনলাইনে চলছে ১০ দিনের ইসলামিক বইমেলা

হজ-ওমরা ব্যবস্থাপনায় হচ্ছে নতুন আইন

হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা নুরুল ইসলাম

‘বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহারে ইসলামের প্রচার সময়ের দাবি’

‘আলেমদের সঙ্গে আলোচনা করে ভাস্কর্যের বিষয়ে সিদ্ধান্ত নিন’

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার

আল্লামা কাসেমীর জানাজায় মানুষের ঢল
