কোথায় দেখেছেন লেভেল প্লেয়িং ফিল্ড নেই: সিইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২০, ১৮:৪৯| আপডেট : ৩১ জানুয়ারি ২০২০, ১৮:৫০
অ- অ+
ফাইল ছবি

নির্বাচনী প্রচারে সরকারি ও বিরোধী দল সমান সুযোগ ভোগ করেছে দাবি করে লেভেল প্লেয়িং ফিল্ড না থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। এ ব্যাপারে বিচারের ভার তিনি সাংবাদিকদের ওপর ছেড়ে দিয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন। শনিবার ঢাকার দুই সিটি করপোরেশনে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানাতে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।

লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ করছে বিএনপি। এক সাংবাদিক এ ব্যাপারে সিইসির বক্তব্য জানতে চান। জবাবে সিইসি বলেন, ‘বিষয়টি বিচারের ভার আপনাদের (সাংবাদিকদের) ওপর ছেড়ে দিলাম। লেভেল প্লেয়িং ফিল্ড নেই কোথায় দেখেছেন, কীভাবে দেখেছেন, কখন দেখেছেন। তারা (বিএনপি) প্রচার-প্রচারণা করেছে, মিছিল-মিটিং করেছে, তারা গণসংযোগ করেছে, ভোটার টু ভোটার বাড়ি বাড়ি গিয়েছে, কে তাদের বাধা দিয়েছে? কোথায় দেখেছেন লেভেল প্লেয়িং ফিল্ড নেই।’

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিতে হলে ভোটারকে কেন্দ্রে যেতে হবে- এটাকে সফলতা মনে করছেন সিইসি। তিনি বলেন, আগে ব্যালট পেপারে ভোট হওয়ার ফলে ভোটার না গেলেও ভোট হয়ে যাওয়ার সুযোগ ছিল। এবার ইভিএমে ভোট হবে, তাই এই সুযোগ নেই।

ইভিএমে কারচুপির সুযোগ নেই দাবি করে সিইসি বলেন, ‘আগে যখন পেপারে ভোট দিত তখন ভোটের বাক্স ছিনতাই হতো, তখন আউট অব কন্ট্রোল হয়ে যেত। এখন ইভিএমে ভোট দিতে হলে ভোটারকে ভোটার কেন্দ্রে যেতে হবে। দিস ইজ আওয়ার অ্যাচিভমেন্ট। আগে ভোটার যেত বা না যেত ভোট হয়ে যেতে পারতো, সুযোগ ছিল।’

দৃষ্টিহীনদের ইভিএমে ভোট প্রদান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘অন্ধ কেউ সে তো দেখতে পারে না। সে যদি বলে মাকে নিয়ে যাবে, তখন তার মাকে ভোটকেন্দ্রে নিয়ে যাবে। ছেলে যাবে কিন্তু ব্যবহার হবে মায়ের ভোটার আইটিকার্ড, তারটা দিয়ে ওপেন হবে, ছেলেরটাদিয়ে ওপেন হবে না। মা বলবে এই মার্কায় ভোট দাও, তখন ছেলে দিতে পারবে।’

এসময় নগরবাসীকে কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বান জানান সিইসি। ভোটগ্রহণের সব প্রস্তুতি নেয়া হয়েছে বলেও জানান তিনি।

বিদেশি দূতাবাসে চাকরি করলেও তারা বাংলাদেশি অথচ আসন্ন সিটি করপোরেশন নির্বাচন পর্যবেক্ষণে তাদের বিদেশি পর্যবেক্ষক হিসেবে কার্ড দিয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে প্রশ্ন করা হলে জবাব দেন ইসি সচিব মো. আলমগীর। বলেন, ‘বাংলাদেশিরা যদি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করে থাকেন তিনি স্থানীয় পর্যবেক্ষক হিসেবে গণ্য হবেন, এটা আমাদের বিধি। ’

(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/জেআর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদারীপুরে উচ্চ শব্দে হর্ন বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ১০
সারা দেশে এনআইডি সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ
রংপুরে বাসচাপায় একই পরিবারের ৩ জন নিহত
নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা