গফরগাঁওয়ে বিষপানে চার সন্তানের জনকের আত্মহত্যা

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩৫
অ- অ+

ময়মনসিংহের গফরগাঁওয়ে ফরহাদ উদ্দিন গোলাপ (৪৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন, যিনি চার সন্তানের জনক। নিহত ফরহাদ মানসিক ভারসাম্যহীন ছিলেন। রবিবার রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের আলালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সোমবার নিহতের ভগ্নিপতি বাবুল খানের লিখিত চিঠির ভিত্তিতে পুলিশ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয় লাশ।

ফরহাদ উপজেলার রসুলপুর ইউনিয়নের আলালপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রবিবার রাত ৮টা দিকে ফরহাদ উদ্দিন গোলাপ পার্শ্ববর্তী ত্রিশাল উপজেলার রামপুর বাজার থেকে আসার পথে বাড়িসংলগ্ন সবুর খানের মাছের খামারের কাছে বিষ পান করে ছটফট করতে থাকেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তিনি মারা যান।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকুল সরকার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।

(ঢাকাটাইমস/০৩ফেব্রুয়ারি/কেএম/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ আবু সাঈদের মাকে নিয়ে ‘কটূক্তি’, পুলিশ সদস্য প্রত্যাহার
শহীদ জিয়ার মাজার এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পরিচ্ছন্নতা অভিযান
নির্বাচনে নৌকা প্রতীক থাকবে না: রাশেদ প্রধান
২২৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে খেলাফত মজলিস 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা