ফের আলোচনায় ভিকি-ক্যাটের প্রেম

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২০, ১৪:০০| আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ১৬:১১
অ- অ+

সালমান খান ও রণবীর কাপুরের পর ভিকি কৌশলের প্রেমে পড়েছেন ক্যাটরিনা কাইফ। কয়েক মাস ধরে বলিউডের অলিগলিতে এমনই গুঞ্জন। এখন নাকি এই সম্পর্ক নিয়ে আর কোনো দোটানা নেই ক্যাটরিনার মনে। তিনি নাকি মনে করেন, ভিকি কৌশলই তার জীবনের সেই বিশেষ ভরসাযোগ্য পুরুষ।

বলিউড সূত্রে খবর, ভিকিও নাকি এই সম্পর্ক নিয়ে খুব সিরিয়াস। তার মধ্যে কোনো রকম কমিটমেন্ট ফোবিয়া নেই। ক্যাটরিনার সঙ্গে এই সম্পর্ককে সঠিক দিশায় নিয়ে যাবেন তিনি।

তবে সম্প্রতি একটি সাক্ষাৎকারে ক্যাটরিনাকে ডেট করা নিয়ে প্রশ্ন করা হলে অকপট ভিকি জানান, ‘এই বিষয়ে কোনো রকম জবাবদিহির জায়গাই নেই। ক্যাটরিনাও এই সম্ভাবনা উড়িয়ে দিয়ে বলেছিলেন, তাদের মতো অভিনেতাদের জীবনে এ ধরনের গুজব ‘পার্ট অ্যান্ড পার্সেল অব লাইফ’।

শোনা যাচ্ছে, এই জুটির অফ স্ক্রিনের রোম্যান্স আগামীদিনে বড় পর্দাতেও দেখা যেতে পারে। অর্থাৎ একসঙ্গে ছবি করতে পারেন ভিকি-ক্যাটরিনা। তবে তারা কবে ভালোবাসার ঘর বাঁধবেন, আপাতত সেই অপেক্ষায় দুই তারকার ভক্তরা।

ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা টাইমসের সাংবাদিক হাসান মেহেদী হত্যা মামলায় সাবেক এমপি মনু গ্রেপ্তার
ব্লকেড সরিয়ে নিন, রাজপথে অবস্থান করুন: নাহিদ
গোপালগঞ্জের ঘটনায় প্রমাণিত ফ্যাসিবাদী শক্তি নির্মল হয়নি: মোস্তফা জামাল হায়দার
গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা, ভাঙচুর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা