মুক্তাগাছায় স্বাস্থ্য কর্মীদের হাম-রুবেলা প্রশিক্ষণ বর্জন

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪১
অ- অ+

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টেকনিকেল স্কেলে ও পদমর্যাদার দাবিতে হাম-রুবেলা টিকা ও সব প্রশিক্ষণ বর্জন করেছেন মুক্তাগাছা স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা। এতে আগামী ২৯ ফেব্রুয়ারি সারাদেশে হাম-রুবেলা টিকা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মবিরতি সভায় এ ঘোষণা দেন তারা। এ সময় তারা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর প্রশিক্ষণ বর্জনের লিখিত আবেদনও দেন।

বাংলাদেশ হেলথ অ্যাসিসটেন্ট অ্যাসোসিয়েশন মুক্তাগাছা শাখার সাধারণ সম্পাদক শামসুল হক জানান, কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের ডাকা সারাদেশে এই কর্মসূচি চলছে। এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ইপিআইসহ সব কার্যক্রম বন্ধ করে দেয়া হবে।

তিনি আরো বলেন, ২০১৮ সালে প্রধানমন্ত্রী আমাদের দাবি মেনে নিয়েছেন। কিন্তু এটা এখনো বাস্তবায়ন হয়নি। দাবি আদায় না হলে সামনে আরো কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে।

এ সময় উপজেলার প্রায় ৩০ জন স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডেঙ্গুতে আরও ১জনের মৃত্যু, হাসপাতালে ৩৫৮
জুনে ১৩৫টি মোবাইল উদ্ধার করেছে ১২ এপিবিএন, মালিকদের কাছে হস্তান্তর
কুমিল্লায় দিঘিতে ডুবে দুই শিশুর মৃত্যু
লুটের প্রায় ৮০ শতাংশ অস্ত্র উদ্ধার, নির্বাচনের আগে বাকিগুলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা