বিশ্ব দরবারে বাংলা ভাষার অবস্থান

বাংলা ভাষা আমাদের অহংকার। বুকের তাজা রক্ত ঢেলে রাজপথ রঞ্জিত করে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করা বাঙালি জাতির এক অনবদ্য সৃষ্টি। পৃথিবীতে আর কোনো জাতি নেই যারা ভাষার জন্য এত ত্যাগ স্বীকার করেছে।
২০০০ সাল থেকে বিশ্বের প্রায় ১৯৩টি দেশে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বর্তমান বিশ্বে প্রায় ৩০ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। বিশ্বে এথনোলগ-এর বিংশ সংস্করণের পরিসংখ্যান অনুযায়ী ছয় হাজার থেকে আট হাজার ভাষার মধ্যে বাংলা ভাষা স্বমর্যাদায় পঞ্চম স্থান অধিকার করে আছে।
ভাষাবিদদের হিসাব অনুযায়ী, পৃথিবীর মোট ভাষার সংখ্যা প্রায় আট হাজারটি। আবার এর মধ্য থেকে মাত্র ৪ শতাংশ ভাষা অর্থাৎ শ’তিনেক ভাষা দিয়ে পৃথিবীর ৯৬ শতাংশ মানুষ তাদের মনের ভাব প্রকাশ করে।
বাঙালি এখন ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। তাই বাংলা ভাষার পরিধিও প্রসারিত হয়েছে। বাংলা ভাষায় এখন বিশ্বে প্রায় ৩০ কোটি লোক কথা বলে। ২০৫০ সাল নাগাদ বাংলা ভাষীর সংখ্যা দাঁড়াবে ৩১ কোটি ৬০ লাখ। এই অনুমান পরিসংখ্যানবিদদের।
প্রচলিত ভাষার মধ্যে মাতৃভাষার বিবেচনায় বিশ্বে বাংলার স্থান পঞ্চম। এ বিচারে বিশ্বের প্রধান ভাষাগুলো হলো- মান্দারিন (চীনা), ইংরেজি, হিন্দি, স্প্যানিশ, রুশ, আরবি, বাংলা, পর্তুগিজ, মালয়-ইন্দোনেশিয়ান ও ফরাসি। বিশ্বের সেরা ১০-১১টি ভাষার মধ্যে বাংলা অন্যতম।
বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা। বাংলাদেশের সংবিধানের তৃতীয় অনুচ্ছেদে রাষ্ট্রভাষা হিসেবে বাংলার কথা বলা হয়েছে। ভারতের ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে ব্যবহৃত প্রধান ভাষা বাংলা। বিহার, উড়িষ্যা ও আসামের কাছার জেলায় প্রচুরসংখ্যক বাংলাভাষী মানুষ বাস করে। পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার প্রশাসনিক ভাষা বাংলা। কাছার জেলারও অন্যতম প্রশাসনিক ভাষা বাংলা। ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে তালিকাবদ্ধ ১৮টি ভাষার মধ্যে বাংলা অন্যতম। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে ও ইমিগ্রেশন ওয়েবসাইটে বাংলা ভাষা ব্যবহার করা হচ্ছে। যুক্তরাজ্যের হিথরো বিমানবন্দরে বাংলাতে ঘোষণা দেওয়া হয়।
এথনোলগ-এর বিংশ সংস্করণ অনুযায়ী মাতৃভাষীর সংখ্যা অনুযায়ী বিশ্বের ভাষাগুলোর মধ্যে বাংলা ভাষার অবস্থান:
ক্রম |
ভাষা |
মাতৃভাষীর সংখ্যা |
উৎপত্তি দেশ |
১ |
১২৮ কোটি ৪০ লাখ |
চীন |
|
২ |
৪৩ কোটি ৭০ লাখ |
স্পেন |
|
৩ |
৩৭ কোটি ২০ লাখ |
যুক্তরাজ্য |
|
৪ |
২৯ কোটি ৫০ লাখ |
সৌদি আরব |
|
৫ |
২৬ কোটি ৫০ লাখ |
ভারত ও বাংলাদেশ |
|
৬ |
২৬ কোটি |
ভারত |
|
৭ |
২১ কোটি ৯০ লাখ |
পর্তুগাল |
|
৮ |
১৫ কোটি ৪০ লাখ |
রাশিয়া |
|
৯ |
১২ কোটি ৮০ লাখ |
জাপান |
|
১০ |
১১ কোটি ৯০ লাখ |
পাকিস্তান |
|
১১ |
৮ কোটি ৪৪ লাখ |
ইন্দোনেশিয়া |
|
১২ |
৭ কোটি ৭২ লাখ |
দক্ষিণ কোরিয়া |
|
১৩ |
৭ কোটি ৬৮ লাখ |
জার্মানি |
|
১৪ |
৭ কোটি ৬১ লাখ |
ফ্রান্স |
|
১৫ |
৭ কোটি ৪২ লাখ |
ভারত |
|
১৬ |
৭ কোটি ১৮ লাখ |
ভারত |
|
১৭ |
৭ কোটি ১১ লাখ |
তুরস্ক |
|
১৮ |
৬ কোটি ৯১ লাখ |
পাকিস্তান |
|
১৯ |
৬ কোটি ৮১ লাখ |
ভিয়েতনাম |
|
২০ |
৬ কোটি ৮০ লাখ |
ভারত |
|
২১ |
৬ কোটি ৩৪ লাখ |
ইতালি |
|
২২ |
৬ কোটি ১৯ লাখ |
ইরান |
|
২৩ |
৬ কোটি ৮ লাখ |
মালয়েশিয়া |
(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/আরজেড/জেবি)

মন্তব্য করুন