দোকান, চাকরি, অর্থসহায়তা পেল চুড়িহাট্টার ৩১ পরিবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩৯

ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ৩১ পরিবারের পাশে দাঁড়ালো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এসব পরিবারের কাউকে চাকরি, কাউকে দোকান আবার কাউকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে নগর ভবনে চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও নিহতের স্বজনদের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন স্বহস্তে ক্ষতিগস্থ ও হতাহত এসব পরিবারের স্বজনদের হাতে নিয়োগপত্র, দোকানের বরাদ্দপত্র ও আর্থিক সহায়তা তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ ইমদাদুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরিফ আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং অগ্নিকাণ্ডে হতাহত স্বজনদের পরিবারবর্গ।

এসময় ক্ষতিগ্রসস্থ ৩১ পরিবারের মধ্যে ২১ জনকে বিভিন্ন পদে চাকরি, দুই লাখ করে ৪ জনকে আর্থিক সহায়তা প্রদান , দুই জনকে দোকানের বরাদ্দ প্রদান এবং উচ্চ শিক্ষিত আছেন এমন চারজনকে আগামী দুই সপ্তাহের মধ্যে যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়া হবে বলে জানান মেয়র সাঈদ খোকন ।

২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি রাতে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টা মোড়ের কাছে চারতলা ওয়াহেদ ম্যানশনে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭১ জনের প্রাণহানি ঘটে। যা নিয়ে দেশ বিদেশে তোলপাড় সৃষ্টি হয়।

(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/বিইউ/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :