ইউপি সদস্যদের দ্বন্দ্বে যুবক গুলিবিদ্ধ

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২০, ২০:২০
অ- অ+

নোয়াখালীতে সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে সাবেক ও বর্তমান ইউপি সদস্যের দ্বন্দ্বে ফয়সাল নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে দুম্বা পাটোয়ারী বাজারে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ফয়সাল ওই এলাকার সাবেক ইউপি সদস্য বেলাল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, দুম্বা পাটোয়ারী বাজার এলাকায় ফয়সালের সঙ্গে ৭-৮ জন অজ্ঞাত যুবকের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর ওই যুবকদল ফয়সালকে মারধর শুরু করে এবং তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে তার পিঠের বিভিন্ন জায়গায় গুলি লাগে। গুলিবিদ্ধ ফয়সাল মাটিতে পড়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে ফয়সালের স্বজনরা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া জানান, খবর পেয়ে তিনি নিজে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই এলাকার বর্তমান ইউপি সদস্য স্বপন ও সাবেক সদস্য বেলালের মধ্যে দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

তিনি আরো জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এদিকে গুলিবিদ্ধ ফয়সালের অভিযোগ, স্বপনের ছেলে ইমরান ও তার ভাতিজার নেতৃত্বে তাকে গুলি করা হয়েছে।

(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/পিএল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বনানীতে পথশিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবক গ্রেপ্তার
চান্দিনা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার
সিরাজগঞ্জে ২ মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ৪ গ্রাম
‘জুলাইয়ের শহীদদের পাশে আজীবন থাকবে জামায়াত’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা