মিনিবাসচাপায় প্রাণ গেল নারীশ্রমিকের

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩৪
অ- অ+

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী সদরের আটিবাড়ি এলাকায় মিনিবাসচাপায় প্রাণ গেল পারভীন আক্তার (২৫) নামে এক নারী শ্রমিকের। রবিবার দুপুরে মহাসড়কের সদর উপজেলার আটিবাড়ি এলাকায় নিজ কর্মস্থল মোল্লা স্পিনিং মিলে প্রবেশের সময় গেইটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারভীন আক্তার নরসিংদীর শিবপুর উপজেলার শাষপুর এলাকার মুকুল মিয়ার মেয়ে। এ ঘটনায় মনি আক্তারা নামে অপর নারী শ্রমিক আহত হন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মোল্লা স্পিনিং মিলে কর্মরত ওই নারী প্রতিদিনের মতই কর্মস্থলে যোগ দিতে গাড়িতে করে যাচ্ছিলেন। এসময় তাকে বহন করা গাড়ি থেকে নেমে দাঁড়ালে ওই গাড়ির চাকায় পিষ্ট হয়েই নিহত হন তিনি। এতে তার অপর সহকর্মী মনি আক্তার আহত হন। পরে তাদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেয়া হয়েছে।

নরসিংদী সদর মডেল থানার এসআই সেতাব আলী জানান, তাকে বহনকরা গাড়ি ও চালককে আটক করা হয়েছে। ময়নাতদন্তের বিষয়ে সিদ্ধান্ত হয়নি। পরিবারের লোকজন আসলে পরববর্তী ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফিরে দেখা ৪ জুলাই: সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল সব বিশ্ববিদ্যালয়
এবার স্থানীয় সরকার নির্বাচন থেকেও ইভিএম বাদ
আগামী কয়েক দিন ভারি বৃষ্টির সম্ভাবনা, পাউবো কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ
নির্বাচন ভবনে রোপণ করা গাছ থেকে সরানো হলো আউয়াল কমিশনের নামফলক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা