২২২ রানের জুটি গড়ে ফিরলেন মুমিনুল

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৪৬ | প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৩:০৪

মুশফিকুর রহিমের সঙ্গে ২২২ রানের জুটি গড়ে ফিরলেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। দলীয় ৩৯৪ রানে বোলারের হাতে ক্যাচ হয়েছেন তিনি। ফেরার আগে তিনি করেছেন ১৩২ রান। টেস্টে এটি তার নবম সেঞ্চুরি। অন্যদিকে, মুশফিকুর রহিমও ইতোমধ্যে সেঞ্চুরি করেছেন।

গতকাল দিনের শেষ সেশনে দলীয় ১৭২ রানে নাজমুল হোসেন শান্ত ফিরে যাওয়ার পর জুটি বেঁধেছিলেন মুমিনুল ও মুশফিক। দিন শেষে অপরাজিত থাকেন তারা। আজ দিনের প্রথম সেশনও তারা দুজন মিলেন পার করেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৪ উইকেটে ৪১৩ রান। প্রথম ইনিংসে জিম্বাবুয়ে করেছিল ২৬৫ রান। অর্থাৎ, টাইগারদের লিড ১০০ ছাড়িয়েছে। চলছে তৃতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলা।

গত শনিবার মিরপুরে শুরু হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের একমাত্র টেস্ট ম্যাচ। প্রথম দিন টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২২৮ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করেছিল জিম্বাবুয়ে।

পরের দিন আবার তারা ব্যাটিংয়ে নামে। ২৬৫ রান করে অলআউট হয় তারা। প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন। ১০৭ রান করে আউট হন তিনি। বাংলাদেশের বোলারদের মধ্যে আবু জায়েদ রাহি ৪টি, নাঈম হাসান ৪টি ও তাইজুল ইসলাম ২টি করে উইকেট শিকার করেন।

রবিবার দিনের প্রথম সেশনেই শুরু হয়েছিল বাংলাদেশের প্রথম ইনিংস। এদিন ৩ উইকেটে ২৪০ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করে টাইগাররা। ৭১ রান করে আউট হয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। দিন শেষে ৭৯ রান করে অপরাজিত ছিলেন মুমিনুল হক। মুশফিক অপরাজিত ছিলেন ৩২ রান করে।

(ঢাকাটাইমস/২৪ ফেব্রুয়ারি/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :