টঙ্গীতে লোহার ব্লেডের নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ২৩:২৭
অ- অ+

গাজীপুরের টঙ্গীতে লোহার ব্লেডের নিচে চাপা পড়ে কাশেম হক (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইসমাইল নামে আরেক শ্রমিক আহত হয়েছেন। সোমবার ভোর ৬টার দিকে মিলগেট এলাকার এসএস স্টিল মিলে এই দুর্ঘটনা ঘটে। নিহত কাশেম সিলেট জেলার বিশ্বনাথ থানার মান্দারোকা গ্রামের মৃত মোফাজ্জল হকের ছেলে।

টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন মিয়া জানান, টঙ্গীতে ভাড়া বাসায় থেকে মিলগেট এলাকার এসএস স্টিল মিলে কাজ করতেন কাশেম। ভোরে সহকর্মীদের সঙ্গে ওই কারখানায় গুদাম ঘরে কাজ করছিলেন তিনি। কাজের একপর্যায়ে তার ওপর একটি লোহার ব্লেড পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

টঙ্গী পশ্চিম থানার ওসি এমদাদুল হক জনান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচন বিলম্বিত করতে প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখেছে সরকার: যুবদল
মিটফোর্ডের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতিহাসে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপে ইতালি
পরকীয়া প্রেমিকা নিয়ে কাঠমান্ডু যাচ্ছিলেন ইমন, ঠেকাতে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে ফেক কল দেন মা: র‍্যাব ডিজি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা