শততম টেস্ট জয়ের উদযাপনে ১০০ ওয়াইনের বোতল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪৩ | প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪১

কিউইদের বিরুদ্ধে থেমেছে ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের বিজয় রথ৷ আর এর ফলে টেস্ট ক্রিকেটে শততম টেস্ট ম্যাচ জিতেছে কিউেইবাহিনী৷ একই সঙ্গে এই টেস্ট ছিল অভিজ্ঞ কিউই ব্যাটসম্যান রস টেইলরের শততম টেস্ট৷ ওয়েলিংটন টেস্টে মাঠে নামার আগেই টেইলরকে ১০০ বোতল ওয়াইন উপহার দিয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড৷

সোমবার বেসিন রিজার্ভে ভারতকে ১০ উইকেটে হারিয়ে দুই টেস্টের সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে নিউজিল্যান্ড৷ বিশ্ব ক্রিকেটে সপ্তম দল হিসেবে এই নজির গড়েছে ‘ব্ল্যাক ক্যাপস’রা। ওয়াইনের ফোয়ারায় শততম টেস্ট জয় সেলিব্রেশন করেছেন কিউইরা৷ টেস্ট শুরুর আগে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে টেইলরকে ১০০ ওয়াইনের বোতল দেয়া হয়েছিল। টেইলর হলেন বিশ্বের প্রথম ক্রিকেটার যিনি তিন ফরম্যাটেই ১০০ ম্যাচ খেললেন। সুতরাং বেসিন রিজার্ভে রেকর্ড গড়েন টেইলর।

এর আগে নিউজিল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে স্টিফেন ফ্লেমিং, ড্যানিয়েল ভেট্টোরি ও ব্রেন্ডন ম্যাকালাম ১০০ টেস্ট খেলেছিলেন। সুতরাং টেইলর হলেন চতুর্থ কিউই ক্রিকেটার যিনি ১০০ টেস্ট খেলেছেন। টেস্ট শেষ হওয়ার পর ইনস্টাগ্রামে এক বোতল ওয়াইনের সঙ্গে নিজের ছবি পোস্ট করে টেইলর লেখেন, ‘ওয়ান ডাউন। আরও ৯৯ বাকি। দুর্দান্ত টেস্ট জয়ের পর সতীর্থদের সঙ্গে ভাগ করে নিতে পেরে দারুণ লাগছে।’

(ঢাকাটাইমস/২৫ ফেব্রুয়ারি/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :