ভিত্তি প্রস্তরেই সীমাবদ্ধ রাবির নতুন ২ হল নির্মাণকাজ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি
  প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ২৩:০৫
অ- অ+

ভিত্তি প্রস্তর স্থাপনের এক বছরের বেশি সময় পার হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রস্তাবিত জাতীর চার নেতার অন্যতম ‘শহীদ এএইচএম কামারুজ্জামান’ ও ‘দেশরত্ন শেখ হাসিনা’ হলের নির্মাণ কাজে অগ্রগতি নেই। যদিও আগামী জুনের মধ্যে শেষ করার কথা ছিল।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ১০ তলা বিশিষ্ট শহীদ এ এইচ এম কামারুজ্জামান হল বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামের দক্ষিণ পাশে নির্মাণ করা হবে। এছাড়া খালেদা জিয়া হলের পূর্ব দিকে শেখ হাসিনা হল। প্রতিটি হল নির্মাণ ব্যয় ধরা হয়েছিলো ৭০ কোটি টাকা করে ১৪০ কোটি টাকা।

এরপর ২০১৮ সালে বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তনে রাষ্ট্রপতি আব্দুল হামিদ দুটি হলের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। মাটি পরীক্ষায় সীমাবদ্ধ এ নির্মাণকাজ। যদিও ২০১৭ সালের জানুয়ারিতে কাজটি শুরু হয়ে এ বছরের জুনের মধ্যে শেষ হওয়ার কথা।

হল নির্মাণকাজ বন্ধ থাকার কারণ সম্পর্কে পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর বলছে, পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টের (পিডব্লিউডি) রেড সিডিউল অনুযায়ী ২০১৪ সালে ৩৬৩ কোটি টাকার উন্নয়ন বাজেটটি করা হয়েছিল। কিন্তু ২০১৮ সালে পিডব্লিউডি’র রেড সিডিউল অনুযায়ী সেটি বেড়ে দাঁড়িয়েছে ৫১০ কোটি টাকা। এজন্য সংশোধিত বাজেট প্রনয়ণে জটিলতা তৈরি হয়েছে। তবে এখনও এ সংক্রান্ত ফাইল সংশ্লিষ্ট দপ্তরে পাঠায়নি উন্নয়ন ও পরিকল্পনা দপ্তর।

পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক খন্দকার শাহরিয়ার রহমান বলেন, হলের নকশা, স্থান নির্বাচন সম্পন্ন হয়েছে। ১৫ দিনের মধ্যে বাজেটের ফাইলটি পাঠানো হবে। একনেকে সংশোধিত বাজেট পাশ হলেই কাজ শুরু করতে পারবেন বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজই পুতুলের সূচনা ফাউন্ডেশন ও জয়ের সিআরআই-এর নথি চায় দুদক
মৃত ব্যক্তি নেপচুন ল্যান্ডের পরিচালক! ইউনাইটেড গ্রুপের আরও এক ভয়াবহ জাল জালিয়াতির ঘটনা উদঘাটন
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি সুজন গ্রেপ্তার
হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা