কুমিল্লায় গাড়িচাপায় যুবক নিহত

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়িচাপায় অজ্ঞাত পরিচয় এক যুবক (৩৮) নিহত হয়েছেন। বৃহস্পতিবার উপজেলার হাসানপুর এলাকায় গাড়িচাপা দিলে ওই যুবকের মৃত্যু হয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি হাইওয়ে থানার সার্জেন্ট আলমগীর হোসেন জানান, নিহত যুবককে একটি গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। এছাড়া যুবকের সঙ্গে কোনো পরিচয়পত্র না থাকায় এখনও পরিচয় জানা যায়নি। তবে ফিঙ্গাপ্রিন্টের ব্যবহারের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্র্গে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/কেএম/এলএ)

মন্তব্য করুন