চার বছর পর টেলিভিশনে নয়া ফেলুদা

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৫৮
অ- অ+

সদ্যই সৃজিত মুখার্জীর পরিচালনায় ‘ফেলুদা’ সিরিজের নতুন ছবির কাজ শেষ করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা টোটা রায় চৌধুরী। সেখানে তিনি ফেলুদার ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটি রয়েছে মুক্তির অপেক্ষায়।

‘ফেলুদা’ শেষ করেই চার বছর বাদে টেলিভিশনের পর্দায় ফিরলেন টোটা রায় চৌধুরী। শ্রীময়ী ধারাবাহিকের রোহিত সেনের চরিত্রে দেখা যাবে তাকে। কিছুদিন আগেই প্রোমো জানান দিয়েছিল বিশেষ একজন আসতে চলেছেন শ্রীময়ীর জীবনে।

কিন্তু কে সেই ব্যক্তি তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। অবশেষে তা খোলসা হল। শ্রীময়ীর স্কুলের অনাথ শিশুদের জন্য বাইরে থেকে যে মানুষটি এতদিন ধরে সাহায্য করে আসতেন তিনি টোটা রায়চৌধুরী।

এদিকে রোহিত সেন শ্রীময়ীর পূর্ব পরিচিত। যদিও শ্রীময়ী নিজেও তা এতদিন জানতেন না। এবার অপেক্ষা, কোন দিকে মোড় নেয় শ্রীময়ীর জীবন। সুতরাং টোটাকে যে এবার বেশ কিছুদিন টেলি পর্দায় দেখা যাবে তা আশা করাই যায়।

ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচন বিলম্বিত করতে প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখেছে সরকার: যুবদল
মিটফোর্ডের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতিহাসে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপে ইতালি
পরকীয়া প্রেমিকা নিয়ে কাঠমান্ডু যাচ্ছিলেন ইমন, ঠেকাতে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে ফেক কল দেন মা: র‍্যাব ডিজি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা