রিকশাযাত্রীর ব্যাগ ধরে টান, রাস্তায় পড়ে প্রাণ হারালেন নারী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪৫| আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১২:১৫
অ- অ+
প্রতীকী ছবি

রাজধানীর মুগদায় রিকশায় করে যাওয়ার সময় ছিনতাইকারী কবলে পড়ে প্রাণ হারিয়েছেন এক নারী। তার নাম তারিনা বেগম লিপা (৩৮)। শনিবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত তারিনা সিলেটের কোতোয়ালি থানার মোল্লাপাড়ার শশীতলা এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম গোলাম কিবরিয়া। দক্ষিণ রাজারবাগের সবুজবাগে থাকতেন তারা।

জানা গেছে, সকালে পরিবারের সঙ্গে গ্রামের বাড়ি সিলেটে যাওয়ার জন্য রিকশা করে কমলাপুর স্টেশনে যাচ্ছিলেন তারিনা। মুগদা এলাকায় আসার পর ছিনতাইকারীরা তারা ব্যাগ ধরে টান দিলে তিনি ছিটকে রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

স্বজনরা প্রথমে তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতাল নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঢাকাটাইমস/২৯ফেব্রুয়ারি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আশুলিয়ায় গণহত্যা ও ছয় লাশ পোড়ানো মামলায় ১৬ জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগপত্র
উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: রাবাতে আসিফ মাহমুদ
হজব্রত শেষে দেশে ফিরেছেন ৬৩ হাজার ১৮৮ হাজি
৭ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা