যশোরে চোরাই ট্রাকসহ আটক ৪
যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
প্রকাশিত : ০৮ মার্চ ২০২০, ২০:৪০

যশোরে র্যাবের অভিযানে চোরাই ট্রাকসহ চুরির অভিযোগে চারজনকে আটক করা হয়েছে৷ রবিবার সকাল ১০টার দিকে শোর শহরের শংকরপুর বাস টার্মিনাল পূর্ব দক্ষিণ কর্নারে গাড়ি সার্ভিসিং রামপের সামনে থেকে তাদের আটক করা হয়৷
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৬ এর এএসপি সোহেল পারভেজ। তিনি জানান, এ ঘটনায় কোতয়ালি থানায় মামলার প্রক্রিয়া চলছে।
আটক আসামিরা হলেন- শহরের বকচর হুসতলা এলাকার ইব্রাহিম (৪৪), বকচর হুশতলার দেলোয়ার (২৮), নাজমুল ইসলাম (২৪) ও নজরুল ইসলাম।
(ঢাকাটাইমস/৮মার্চ/কেএম/এলএ)

মন্তব্য করুন