পলিটিক্যাল ‘টাউটের’ পাল্লায় পড়েছেন ড. কামাল!

বোরহান উদ্দিন, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ মার্চ ২০২০, ১৯:২৬| আপডেট : ১২ মার্চ ২০২০, ১৯:২৭
অ- অ+
সাধারণ সম্পাদক থাকাকালে ড. কামালের সঙ্গে একটি অনুষ্ঠানে মন্টু (ফাইল ছবি)

ভাঙা-গড়া আর বহিষ্কার-পাল্টা বহিষ্কারের মধ্যে ৭২ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি করলেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। এই কমিটিতে জায়গা হয়নি সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুসহ হাফ ডজন শীর্ষ নেতার। মোস্তফা মহসিন মন্টু মনে করেন, কিছু পলিটিক্যাল ‘টাউটের’ পাল্টায় পড়েছেন ড. কামাল হোসেন। যে কারণে তিনি কর্মীদের কথা না শুনে টাউটের কথায় এমনটা করেছেন।

বৃহস্পতিবার দুপুরে নতুন সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি করা হয়। এতে মন্টু ছাড়াও সুব্রত চৌধুরী, আবু সাইয়িদসহ অনেকে বাদ পড়েছেন।

কী কারণে কমিটিতে জায়গা হয়নি বলে মনে করেন- এমন প্রশ্নের উত্তরে মন্টু ঢাকা টাইমসকে বলেন, ‘গণফোরাম কখনো ভাঙে, কখনো গড়ে। গত কয়েক দিনের মধ্যে কয়েকবার ভাঙাগড়া হয়েছে। আসলে ড. কামাল হোসেন কিছু পাগল-ছাগলদের সঙ্গে ঢুকে গেছেন। আমরা চাইনি তিনি এভাবে ঢুকে পড়েন।’

‘কী কারণে বাদ দেয়া হয়েছে সেটা বোধগম্য নয়, তবে আমরা দলে থাকাবস্থায় কোনো অন্যায় বা জনস্বার্থবিরোধী কিছু হলে প্রতিবাদ করেছি। যেমন-জনগণের ভোট ছাড়া নির্বাচনে এমপি হয়েছেন তাদের সংসদে পাঠানোর বিরোধিতা করেছি। হয়তো সামনে এমন আরও কিছু হবে। যাতে প্রতিবাদ না করা যায় তাই আগেভাগেই সরিয়ে রাখলো’ বলেন মন্টু।

গণফোরামের সাবেক এই সাধারণ সম্পাদক বলেন, ‘এই দলে সব থেকে বড় অবদান তৃণমূলের। চাপিয়ে দেয়া কমিটি করবো না। এটা কেউ করুক তাও চাই না। কিন্তু এখন যা করলেন তাতে ওনার (কামাল হোসেন) ওয়েট কোথায় আছে? আমরা এখনো চাই তিনি ব্র্যাকেটবন্দি না হোন। ড. কামাল হোসেন তার জায়গাতেই থাকুন। আর গণফোরাম অমুক, তকুম এমনটা না হোক। গণফোরাম গণফোরামই থাকুক। তবে যা হচ্ছে এখন কী হয় বলা মুশকিল।’

নতুন করে কি তাহলে গণফোরামের আরেকটি শাখা হচ্ছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কর্মীরা আমাদের মূল শক্তি। তারা যে মতামত দেবেন সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবো। তারপরও ড. কামাল হোসেনকে বলবো নতুন করে চিন্তা করার জন্য। কমিটি ভেঙে আবার নতুন করে করতে পারেন। পরে সম্মেলনের মাধ্যমে কমিটি করুক। আমার মনে হয় তিনি কিছু পলিটিক্যাল টাউটের কথায় কান দিয়েছেন। যাদের কাজ হলো রাজনীতি নিয়ে ব্যবসা করা।’

(ঢাকাটাইমস/১২মার্চ/বিইউ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হামদর্দ বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত
পাবনা-ঢাকা সরাসরি এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন
নড়াইলে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
মিটফোর্ডে ব্যবসায়ী খুন: ডিবির অভিযানে আরও দুইজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা