করোনায় পিএসসির সব পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ মার্চ ২০২০, ১৭:৩৪
অ- অ+

করোনাভাইরাস সংক্রমণের আতঙ্কে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সব ধরনের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সোমবার পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পিএসসির আগামী ১৮-৩১ মার্চ পর্যন্ত নির্ধারিত সব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। তবে ইতোমধ্যে গৃহীত পরীক্ষাসমূহের ফলাফল প্রকাশ অব্যাহত থাকবে। স্থগিতকৃত সব পরীক্ষার তারিখ ও বিস্তারিত তথ্যাদি পরবর্তীতে কমিশনের ওয়েবসাইটে এবং জাতীয় পত্রিকার মাধ্যমে জানানো হবে।

জানা গেছে, চলতি সপ্তাহ থেকে নন ক্যাডারের বিভিন্ন পদে লিখিত ও মৌখিক পরীক্ষা হওয়ার কথা ছিল। বর্তমানে সারা দেশে করোনাভাইরাস সংক্রমণ হওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় এসব পরীক্ষা স্থগিত করা হয়েছে। কবে এসব পরীক্ষা আয়োজন করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়নি। পরবর্তীতে সভা করে স্থগিত পরীক্ষার সময় নির্ধারণ করা হবে।

(ঢাকাটাইমস/১৬মার্চ/টি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাড্ডায় চাঞ্চল্যকর আনোয়ার হত্যা: গ্রেপ্তার নূরার রিমান্ডে দেওয়া তথ্যে মিলল বিদেশি পিস্তল
সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত
ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবেন ট্রাম্প
আজই পুতুলের সূচনা ফাউন্ডেশন ও জয়ের সিআরআই-এর নথি চায় দুদক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা