উখিয়ায় তিন রিসোর্টকে কোয়ারান্টাইন ঘোষণা

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ মার্চ ২০২০, ২১:০৪

করোনাভাইরাসের ভয়াবহতার কারণে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলো প্রয়োজনে লকডাউন করা হবে। এছাড়া স্থানীয় জনগোষ্ঠীর আক্রান্তদের শনাক্তকরণসহ সেবার জন্য উপকূলের ইনানীর তিনটি রিসোর্টকে কোয়ারাইন্টান ক্যাম্প হিসেবে ঘোষণা করা হয়েছে বলে জানান উপজেলা প্রশাসন।

সোমবার ঢাকা থেকে মুঠোফোনে ইউএনও নিকারুজ্জামান চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান।

ওই তিনটি রিসোর্ট হলো- উপজেলার ইনানী বিচের পাশে মেরিন ড্রাইভ ও এলজিইডির সড়কের মধ্যবর্তী স্থানে অভিজাত লা বেলা রিসোর্ট, পেভেল স্টোন রিসোর্ট ও রয়েল স্টোন রিসোর্ট।

রোহিঙ্গা ক্যাম্প লকডাউন করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে ইউএনও জানান, লকডাউন আজকেই করে দিতে পারি। কিন্তু কিছু বিষয় মাথায় রেখে আপাতত লকডাউনের কথা ভাবছি না। তবে যেভাবে রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে আনা যায়, সেজন্য উপজেলা প্রশাসন পরিবেশ পরিস্থিতি মাথায় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। আল্লাহর রহমতে উখিয়ার সার্বিক পরিস্থিতি এখনো মোটামুটি অবস্থায় আছে।

(ঢাকাটাইমস/২৩মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :