বিশ্বব্যাপী সংঘর্ষবিরতির আহ্বান জাতিসংঘের

করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। সারা পৃথিবী জুড়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন অবস্থায় জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, করোনার হাত থেকে বাঁচতে অবিলম্বে বিশ্বব্যাপী সংঘর্ষবিরতি শুরু করতে হবে।
সোমবার রাতে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এই মুহুর্তে সব এয়ার স্ট্রাইক, গোলাবর্ষণ বন্ধ করা হোক, বরং এই মুহূর্তে সেনাবাহিনীকে লকডাউনের কাজে লাগানো হোক। যুদ্ধের রোগকে বিদায় জানিয়ে এই মুহূর্তে সেই মারণ রোগের বিরুদ্ধে লড়াই শুরু করা হোক যা সারা বিশ্বকে ঝাঁঝরা করে দিচ্ছে।
বিশ্বব্যাপী তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস (কোভিড-১৯)। সোমবার পর্যন্ত করোনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৫১৫ জনে। এছাড়া আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৮ হাজার ৯৬৫ জন। তবে আশার কথা হলো এখন পর্যন্ত করোনায় সুস্থ হয়ে বাড়ি ফেরা মানুষের সংখ্যা লাখ ছাড়িয়েছে। এখন পর্যন্ত সুস্থতার সংখ্যা এক লাখ ২ হাজার ৬৯ জন।
ঢাকা টাইমস/২৪মার্চ/একে

মন্তব্য করুন