চলতি মাসেই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ মার্চ ২০২০, ১১:১৯
অ- অ+

করোনাভাইরাসের কারণে থমকে আছে ক্রীড়া বিশ্ব। স্থগিত করা হয়েছে অলিম্পিকের মত মেগা আসর। স্থবির হয়ে আছে ক্রিকেট বিশ্বও। একে একে সবগুলো দ্বিপাক্ষিক সিরিজ বাতিল হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটের মত স্থগিত হচ্ছে ঘরোয়া আসরগুলোও। এমন বিরল এক পরিস্থিতিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও উঠেছে শঙ্কা। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি চলতি মাসেই সংক্ষিপ্ত সংস্করণের এই ক্রিকেট টুর্নামেন্টের ভাগ্য নির্ধারণ করতে পারে।

এই বছরই অস্ট্রেলিয়ায় গড়ানোর কথা টি-টোয়েন্টি বিশ্বকাপের ৭ম আসর। তবে মারণ ভাইরাস কোভিড-১৯’র তোপে স্তব্ধ হয়ে আছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে জেগেছে শঙ্কা।

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ ক্রমশই বাড়ছে। এমতাবস্থায় স্থানীয় সরকার দেশের আভ্যন্তরীণ সব কার্যক্রম স্থগিত করে দিয়েছে, এমনকি বাইরের দেশের সঙ্গেও সবধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশের করোনাভাইরাস পরিস্থিতি অনুযায়ী, আক্রান্ত কোনো দেশই সহসা এই দুর্যোগ পুরোপুরি মোকাবেলা করতে সক্ষম হওয়ার সম্ভাবনা ক্ষীণ। বিশ্বকাপের সময়েও করোনার প্রকোপ থাকার শঙ্কা তাই উড়িয়ে দেওয়া যায় না। সংগত কারণেই আইসিসি এখন থেকেই বিশ্বকাপ নিয়ে উদ্বিগ্ন।

ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বিশ্বকাপের বিষয়ে আপাতত একটি সিদ্ধান্ত নিতে চান আইসিসি কর্মকর্তারা। আগামী ২৯ মার্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইসিসি ও ক্রিকেট বোর্ডগুলোর সংশ্লিষ্টরা সভায় বসবেন। সেই সভায় চূড়ান্ত হতে পারে মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের বছরে কী আছে বিশ্বকাপের ভাগ্যে। মূলত করোনাভাইরাস পরিস্থিতিতে ক্রিকেটের ভবিষ্যত নিয়ে আলোচনার জন্যই এই সভা ডেকেছে আইসিসি।

বিশ্বকাপের আয়োজক ক্রিকেট অস্ট্রেলিয়া অবশ্য বিশ্বকাপ সঠিক সময়ে আয়োজনের ব্যাপারেই আশাবাদ ব্যক্ত করেছিল। যদিও সংস্থাটির দায়িত্বশীল সূত্রের বক্তব্য প্রদানের পর প্রায় এক সপ্তাহ গত হয়েছে। এই সমেয় পরিস্থিতি ক্রমশ খারাপই হয়েছে। বৈশ্বিক অর্থনীতি আর জনস্বাস্থ্যের মত ভদ্রলোকের খেলা ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপটাও এখন অনিশ্চিয়তার মেঘে ঢাকা।

(ঢাকাটাইমস/২৫ মার্চ/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইমনের রেকর্ড গড়া সেঞ্চুরিতে বাংলাদেশের প্রত্যাশিত জয়
নির্বাচন কমিশন কখন তফসিল ঘোষণা করবে জাতি জানতে চায়: রিজভী
স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল ভারত
ইমনের সেঞ্চুরিতে আমিরাতকে চ্যালেঞ্জিং টার্গেট দিল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা