নিজেই জীবাণুনাশক ছেটালেন চট্টগ্রামের মেয়র (ভিডিও)

করোনাভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাবে চট্টগ্রামের সড়ক ও জনসমাগম হয় এমনসব জায়গা জীবাণুমুক্ত রাখতে নিজ হাতে জীবাণুনাশক স্প্রে করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
বুধবার সকাল ১১টায় নগরীর ওয়াসা মোড়ের ২ নম্বর গেট এলাকা থেকে তিনি এই কার্যক্রম শুরু করেন।
এসময় ওয়াসা মোড় থেকে মুরাদপুর, পতেঙ্গা ও আশপাশের এলাকায় জীবাণুনাশক ছেটানো হয়েছে।
মেয়র নিজে রাস্তায় হেঁটে হেঁটে ওয়াটার বাইজারের মাধ্যমে সড়কে জীবাণুনাশক ছিটান। এ সময় তিনটি ওয়াটার বাইজারের মাধ্যমে মোট ৩৬ হাজার লিটার জীবাণুনাশক ছিটানো হয়েছে।
করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
ঢাকাটাইমস/২৫মার্চ/কারই/এজেড

মন্তব্য করুন