তিন সপ্তাহের মধ্যে ফুটবলে ফিরতে আত্মবিশ্বাসী কেন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ মার্চ ২০২০, ১৭:৩৩
অ- অ+

প্রিমিয়ার লিগ পুনরায় শুরু হলে মাঠে ফিরতে পুরোপুরি আশাবাদী টটেনহ্যামের স্ট্রাইকার হ্যারি কেন। করোনার কারণে ৩০ এপ্রিল পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছে ইংল্যান্ডের সব ফুটবলীয় কার্যক্রম। সে কারণেই আগামী তিন সপ্তাহের মধ্যে মাঠে ফিরতে আত্মবিশ্বাসী হ্যামস্ট্রিং ইনজুরিতে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা এই ইংলিশ তারকা।

ক্লাবের ওয়েবসাইটে কেন বলেছেন, ‘আমি এখন খুব একটা দূরে নেই। দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আশা করছি দলের সাথে অনুশীলনে ফিরতে পারব। এখন আমি সবকিছুই করতে পারছি, সুস্থ অনুভব করছি। মাঠে ফেরার জন্য কঠোর পরিশ্রম করছি। এজন্য পুনর্বাসনে আমাকে দীর্ঘ সময় কাটাতে হয়েছে। যদিও সময়গুলো খুব একটা সহজ ছিল না। এখন শুধু অপেক্ষা মৌসুম শেষ হবার।’

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে কেনকে অস্ত্রোপচারের টেবিলেও বসতে হয়েছে। বর্তমানে করোনাভাইরাসের কারনে তিনি বাড়িতেই অবস্থান করছেন। এ প্রসঙ্গে কেন বলেছেন, ‘এই পরিস্থিতিটা বেশ আজব। কেউই এই ধরনের পরিস্থিতিতে আগে পড়েনি। এখনো পর্যন্ত আমি ও আমার পরিবার সুস্থ আছি। তবে আমি বাড়িতেই জিম করছি, বাড়িতে থেকে যতটুকু করা প্রয়োজন তার সবটুকুই আমি করছি।’

(ঢাকাটাইমস/২৫ মার্চ/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা