ধোয়া হচ্ছে কলকাতার রাস্তা, মুগ্ধ বিগ-বি

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২৬ মার্চ ২০২০, ১৫:০২
অ- অ+

সিটি করপোরেশনের গাড়িতে করে ব্লিচিং পাউডার মেশানো পানি দিয়ে ধোয়া হচ্ছে কলকাতার শহরের একটি রাস্তা। সেই দৃশ্য মোবাইলে ভিডিও করে বুধবার বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনকে টুইটারে ট্যাগ করেন পুনম নামে তার এক ভক্ত।

ভিডিওর ক্যাপশনে ওই ভক্ত লেখেন, ‘করোনা মোকাবিলায় তত্‍পর প্রশাসন কলকাতার রাস্তা ধুচ্ছে স্যানিটাইজ করার জন্য।’ সরত্‍ বোস রোডের সেই ভিডিও পোস্ট করে ভক্ত আরও লেখেন, ‘এরপর আমাদের পাড়াতেও এই একই উদ্যোগ নেয়া হবে।’

ভক্তের সেই টুইট পরে রি-ট্যুইট করেন অমিতাভ বচ্চন। ক্যাপশনে বলিউড শাহেনশাহ এ কাজের উচ্ছ্বসিত প্রশংসা করেন, লেখেন ‘ওয়াও’। পাশাপাশি মুম্বাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অভিনেতা বলেন, কলকাতার মতো এমন উদ্যোগ যদি মুম্বাইতেও নেয়া যায়, তাহলে খুব ভালো হবে।

অমিতাভ বচ্চনের এই টুইটের প্রশংসা করেছেন নেটিজেনরা। ভারতের প্রতিটি রাস্তা এভাবে ধোয়া উচিত বলে মত তাদের। অথচ দুদিন আগেই অমাবস্যার রাত উপলক্ষে বাড়ির ছাদে উঠে পরিবারের সবার সঙ্গে হাততালি দেয়ার ভিডিও টুইট করে সমালোচিত হয়েছিলেন বিগ-বি।

ঢাকাটাইমস/২৬মার্চ/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারত-পাকিস্তান উত্তেজনা: জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আজ রুদ্ধদ্বার আলোচনা
শান্ত আছে, মিরাজ নেই: যা বললেন লিপু
আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে!
কুমিল্লায় বাড়ি বানাতে গিয়ে ইতিহাসের সন্ধান, মিলল প্রাচীন স্থাপনার ধ্বংসাবশেষ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা