বিড়ি শ্রমিকদের বাড়ি পাঠালো ভ্রাম্যমাণ আদালত

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ মার্চ ২০২০, ১৯:২৯
অ- অ+

জামালপুরে একটি বিড়ি কারখানার নারী ও পুরুষ শ্রমিকদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ছুটি না দিয়ে শ্রমিকদের কাজ করানোর দায়ে কারখানাটির একজন কর্মচারীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে শহরের বজ্রাপুরে এ অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আকাশ কুমার কুণ্ডু।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জামালপুর শহরের বজ্রাপুরের ওই বিড়ির কারখানায় শ্রমিকদের দিয়ে কাজ করানো হচ্ছে, এমন তথ্যে নির্বাহী হাকিম আকাশ কুমার কুণ্ডু বিকালে ওই কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের দল ওই কারখানায় অন্তত ৭০ জন নারী-পুরুষ শ্রমিককে বিড়ি তৈরির কাজ করতে দেখেন। এ ব্যাপারে কারখানাটির কর্মচারী মনির হোসেনের বিরুদ্ধে ১৮৬০ সালের দণ্ডবিধি ২৬৯ ধারায় বর্ণিত অবহেলিত কার্যদ্বারা জীবন বিপন্নকারী রোগের সংক্রমণ বিস্তার লাভ করার আশঙ্কা থাকার অভিযোগ আনা হয়।

দোষ স্বীকার করায় কারখানার কর্মচারী মনির হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে পাঁচদিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের হাকিম। পরে জরিমানার টাকা পরিশোধ করে ছাড়া পান ওই কর্মচারী।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী হাকিম আকাশ কুমার কুণ্ডু বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/২৬মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশ হেফাজতে বিষপান করা নারী ঢামেকে মারা গেছেন, দায়িত্বে অবহেলায় তিন পুলিশ বরখাস্ত
ফেনীতে বন্যার পানি একদিকে নামছে, অন্যদিকে বাড়ছে
কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোডে স্থাপন করা হবে ‘প্রতিরোধ মিনার’ 
চাঁদপুরে খুতবার ‘ভুল ব্যাখ্যা’কে কেন্দ্র করে খতিবকে কুপিয়ে হত্যাচেষ্টা, হামলাকারী আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা