বামনারটেকে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
প্রকাশিত : ২৮ মার্চ ২০২০, ১৪:৫০

রাজধানীর তুরাগ থানার বামনারটেক এলাকায় এক পোশাক কারখানার শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মোহাম্মদ আল আমিন।
শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান বলেন, ধারণা করা হচ্ছে , সে ঘরের আড়ার সাথে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়।
নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঢাকাটাইমস/২৮ মার্চ/এএ/ইএস

মন্তব্য করুন