আমি করোনা আক্রান্ত নই: জাহিদ মালেক

নিজস্ব প্রতিবেদক ঢাকাটাইমস
| আপডেট : ২৯ মার্চ ২০২০, ১৪:৫৭ | প্রকাশিত : ২৯ মার্চ ২০২০, ১৪:৪৬

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, তিনি নভেল করোনাভাইরাসে আক্রান্ত নন। এটি কেউ প্রচার করলে তা ঠিক নয়। তিনি বলেন, ‘আর সবাই যেভাবে আছেন, আমিও সেভাবেই আছি।’

রবিবার দুপুরে আইইডিসিআরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে বাসা থেকে যুক্ত হয়ে সাংবাদিকদের এক0 প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এমন খবরের সত্যতার বিষয়ে জানতে চাওয়া হয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে। তিনি বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় অনেক বড় মন্ত্রণালয়। অনেক লোক সেখানে আসে। অনেক বিদেশিরা আসে। তাদের কারো সংক্রমণ থাকলে তার সংস্পর্শে এসে কোনো কর্মকর্তা করোনায় আক্রান্ত হওয়া অস্বাভাবিক কিছু নয়।’

তিনি হোম কোয়ারেন্টিনে আছে কিনা? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমি করোনায় আক্রান্ত নই। টেস্ট করেছি; কোয়ারেন্টিনে নই। এ মুহূর্তে সবাই যেভাবে রয়েছেন; আমিও সেভাবে বাসায় আছি।’

তিনি আরও বলেন, চিকিৎসকদের নিরাপত্তার জন্য ইতোমধ্যে ৩ লাখ পিস পিপিই ( ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম) বিতরণ করা হয়েছে। এছাড়াও ব্যক্তি উদ্যোগেও অনেক পিপিই দেয়া হচ্ছে।

করোনা ভাইরাস প্রতিরোধে পূর্ব প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে জাহিদ মালেক বলেন, 'জানুয়ারি মাস থেকেই প্রস্তুতি নিয়েছি। ঢাকায় ও ঢাকার বাইরের হাসপাতালগুলোতে প্রস্তুতি নেওয়া হয়েছে। চিকিৎসকদের সুরক্ষার জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।'

মন্ত্রী বলেন, কারো সর্দি বা কাশি হলেই তিনি করোনা আক্রান্ত এ কথা ঠিক নয়। আপনারা চিন্তিত না হয়ে প্রয়োজনীয় পরামর্শ নেন।

(ঢাকাটাইমস/ ২৯ মার্চ /টিএটি/এই্চএফ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

সাত বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: যুক্তরাষ্ট্র

এই বিভাগের সব খবর

শিরোনাম :