জামালপুরে নারীর নমুনা সংগ্রহ, ১০ বাড়ি লকডাউন

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ মার্চ ২০২০, ১৭:৪৪| আপডেট : ৩০ মার্চ ২০২০, ১৭:৪৫
অ- অ+

জামালপুরের ইসলামপুরে করোনা সন্দেহে এক নারীর নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ। রবিবার রাতে পার্থশী ইউনিয়নের ঢেংগারগড় গ্রামের ওই নারীর বাবার বাড়ি থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় ল্যাবে পাঠানো হয়েছে এবং ওই নারীকে নিজ বাড়িতেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ ঘটনায় স্থানীয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশে পাশের ১০টি বাড়ি লকডাউন ঘোষণা করে এসব বাড়ির বাসিন্দাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনাভাইরাসের উপসর্গ থাকায় ওই নারীর নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়েছে। নমুনা পরীক্ষার রিপোর্ট পেলে তিনি করোনায় আক্রান্ত কিনা তা নিশ্চিত হওয়া যাবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ওই নারী সম্প্রতি ঢাকা থেকে তার বাবার বাড়িতে এসেছেন। পরবর্তীতে তার করোনার উপসর্গ প্রচণ্ড জ্বর ও ব্যাথা দেখা দিলে করোনাভাইরাস সন্দেহে তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। এ ঘটনায় ওই বাড়ির আশে পাশের ১০টি বাড়ি লকডাউন ঘোষণা করে বাড়ির বাসিন্দাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

এ বিষয়ে জামালপুরের সিভিল সার্জন গৌতম রায়ও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/৩০মার্চ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুনামগঞ্জে ভারতের বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
মিটফোর্ড হত্যার বিচার দ্রুততম সময়ে হবে: আইন উপদেষ্টা
সিলেট বিভাগের ১৯ আসনে প্রার্থী ঘোষণা খেলাফত মজলিসের
সমুদ্র অভিযানে সাহসিকতার জন্য আইএমওর প্রশংসাপত্র পেল কোস্ট গার্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা