এখন আর ক্রিকেট নয়, নিরাপত্তা সবার আগে: রবি শাস্ত্রী

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ মার্চ ২০২০, ১০:৪৪
অ- অ+

করোনাভাইরাসের তোপে আটকে গেছে গোটা ক্রিকেট বিশ্ব। প্রায় সবগুলো ক্রিকেট খেলুড়ে দেশই নিজেদের ক্রিকেটে নিষেধাজ্ঞা দিয়েছে। এই মতেই সুর মিলিয়ে ইন্ডিয়ার প্রধন কোচ রবি শাস্ত্রী বললেন এখন আর ক্রিকেট নিয়ে চিন্তা নয়। নিরাপদে থাকাই অগ্রাধিকার পাক।

বিশ্ব জুড়ে করোনাভাইরাস আতঙ্কের জেরে বন্ধ রয়েছে খেলাধূলার সমস্ত ইভেন্ট। যেভাবে ছড়িয়ে পড়ছে এই মারণ রোগ, তাতে উদ্বেগ বাড়ছে। ভারতেও এখন চলছে লকডাউন। নিউজিল্যান্ড সফরের পর আপাতত বিশ্রামে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। ১২ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে একদিনের সিরিজ হওয়ার কথা ছিল। ধর্মশালায় প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর সেই সিরিজের বাকি দুই ম্যাচও বাতিল হয়ে গিয়েছে। ২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল আইপিএলের। কিন্তু, এখন আইপিএল পুরোপুরি অনিশ্চিত।

এই পরিস্থিতিতে রবি শাস্ত্রী বলেছেন, ‘‌এটা আমাদের কাছে একটা ধাক্কা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের সময় আমরা যখন রাস্তায় ছিলাম, তখনই এটা অনুমান করতে পেরেছিলাম। যেভাবে এই রোগ ছড়িয়ে পড়ছিল, তাতে এমন কিছু হতে পারে বলে আন্দাজ মিলছিল। যখন দ্বিতীয় একদিনের ম্যাচ বাতিল হয়ে গেল তখন বুঝলাম যে এমন কিছু হতে চলেছে আর লকডাউন অনিবার্য। ক্রিকেটাররাও বুঝে গিয়েছিল পরিস্থিতিটা। নিউজিল্যান্ডেই ওরা এমন ধারণা করেছিল। সিঙ্গাপুর হয়ে যখন ফিরেছিলাম, তখন এমন আন্দাজ হচ্ছিল। আমরা একদম ঠিক সময়ে দেশে ফিরেছিলাম। যেদিন বিমানবন্দরে নামলাম, সে দিন থেকেই স্ক্রিনিং শুরু হয়েছিল।’‌

শুধু নিজের নিরাপত্তা নয়, বাকিদের নিরাপত্তার কথাও মাথায় রাখার পরামর্শ দিয়েছেন শাস্ত্রী। বলেছেন, ‘‌এখন ক্রিকেটের কথা সবার মাথায় একদম শেষে থাকছে। নিরাপদে থাকাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর শুধু নিজের সুরক্ষা নয়, অন্যদের সুরক্ষিত থাকার দিকেও খেয়াল রাখতে হবে। বিরাট এটা করেছে। অন্যরাও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বার্তা দিচ্ছে। ক্রিকেটাররা জানে এখন আমরা একটা সিরিয়াস সময়ের মধ্যে দিয়ে চলেছি।’‌

(ঢাকাটাইমস/৩১ মার্চ/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজই পুতুলের সূচনা ফাউন্ডেশন ও জয়ের সিআরআই-এর নথি চায় দুদক
মৃত ব্যক্তি নেপচুন ল্যান্ডের পরিচালক! ইউনাইটেড গ্রুপের আরও এক ভয়াবহ জাল জালিয়াতির ঘটনা উদঘাটন
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি সুজন গ্রেপ্তার
হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা