চট্টগ্রামে সাড়ে পাঁচ হাজার পরিবারকে ত্রাণ দিলো কেএসআরএম

চট্টগ্রামে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া প্রায় সাড়ে পাঁচ হাজার দরিদ্র ও অসহায় পরিবারকে খাদ্য ও আর্থিক সহায়তা দিয়েছে ইস্পাত প্রস্তুতকারী প্রতিষ্ঠান কেএসআরএম। এর মধ্যে তিন হাজার পরিবারকে নগর পুলিশের মাধ্যমে খাদ্য সামগ্রী দেয়া হয়। সাতকানিয়ায় দুই হাজার ৩০০ পরিবারকে দেয়া হয় আর্থিক সহায়তা।
সোমবার নগরীর তিন হাজার পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করে চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) দক্ষিণ জোন। সিএমপি কমিশনার মাহবুবর রহমানের কাছে কেএসআরএমের পক্ষ থেকে এসব ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন প্রতিষ্ঠানের উপ ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান। এ সময় নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত সোমবার এ কার্যক্রম উদ্বোধন করেন সিএমপি কমিশনার মাহবুবর রহমান।
কেএসআরএমের মিডিয়া অ্যাডভাইজর মিজানুল ইসলাম বলেন, কেএসআরএম কর্তৃপক্ষ নীরবে দান করতে অভ্যস্ত। নগর পুলিশ থেকে প্রস্তাব পেয়ে কেএসআরএম প্রয়োজনীয় ত্রাণের ব্যবস্থা করে দিয়েছে। এর মাধ্যমে লকডাউন পরিস্থিতিতে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে কেএসআরএম।
(ঢাকাটাইমস/১এপ্রিল/কেএম)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

সোনাগাজীতে অজ্ঞাত ব্যক্তির ভিসেরা রিপোর্টে হত্যার আলামত

‘সাংবাদিক মিজানুর রহমান খান কর্মে বেঁচে থাকবেন’

সাধারণ সভার জন্য রিকশা চলাচল বন্ধ, জনগণের ভোগান্তি

সিরাজগঞ্জে বিজয়ী কাউন্সিলর প্রার্থীকে হত্যা: আইনজীবী, ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৪

কুড়িগ্রামে সাড়ে ৭০০ কম্বল পেলেন চরাঞ্চলের মানুষ

ময়মনসিংহ জেলা ছাত্রদল সভাপতি-সম্পাদকের পদ স্থগিত

মসজিদের দানবাক্সে মিলল দুই কোটি ৩৮ লাখ টাকা!

রামেক হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার

বেলাবো উপজেলা চেয়ারম্যানের অর্থ আত্মসাতের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি
