ফরিদপুরে দলবদ্ধ চলাফেরা করায় ১৪ জনের জরিমানা

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২০, ১৯:৪০| আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ১৯:৪৪
অ- অ+

সরকারি আদেশ অমান্য করে দলবদ্ধ হয়ে অবস্থান ও ঘুরাফেরা করায় ১৪ ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করেছে দুটি ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিভিন্ন সময়ে ফরিদপুর শহরের থানারোড, তিতুমীর বাজার ও হাজী শরিয়াতুল্লাহ বাজার, হাজড়াতলা এলাকায় সেনাবাহিনীকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজেস্ট্রেট মো. জাকির হাসান ও আফরোজ শাহীন খসরু।

আদালতের বিচারক জাকির হাসান জানান, চলমান করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার যেসব আদেশ দিয়েছেন। সেসব আদেশ লঙ্ঘন করে অনেকে দোকান খোলা রাখার চেষ্টা করেছে আবার অনেকে দলবদ্ধভাবে অবস্থান ও ঘুরাফেরা করছে। যারা আইন লঙ্ঘন করেছে তিতুমীর বাজার এলাকায় এমন ৭ জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অপর বিচারক আফরোজ শাহীন খসরু জানান, যৌথবাহিনীকে সাথে নিয়ে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। যারা সরকারের চলমান আদেশ অর্থাৎ ১৯৬০ সালের ১৮৮ ধারা অমান্য করায় ৭ জনকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে এক কম্পিউটার দোকানদার দোকান খোলা রেখে পর্নগ্রাফি মোবাইলে ট্রান্সফার করার অভিযোগে অভিযুক্ত হন। তাকেও ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপক কুমার রায় জানান, শুধু ফরিদপুর শহরেই অভিযান চালিয়ে ১৪ জনকে ৩২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এছাড়া সরকারের আদেশ বাস্তবায়নে উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারাও অভিযান পরিচালনা করছে। অভিযান পরিচালনায় নির্বাহী ম্যাজিস্ট্রেদের জেলা পুলিশ ও সেনাবাহিনী সহয়তা করছে।

(ঢাকাটাইমস/৩এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ জিয়ার মাজার এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পরিচ্ছন্নতা অভিযান
নির্বাচনে নৌকা প্রতীক থাকবে না: রাশেদ প্রধান
২২৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে খেলাফত মজলিস 
মিটফোর্ডে মাথা থ্যাঁতলে হত্যা: তিন আসামির দায় স্বীকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা