১ লক্ষ মৃতদেহ বহনকারী ব্যাগ কিনছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২০, ১৮:৫৫
অ- অ+

করোনাভাইরাস মহামারির কেন্দ্র হয়ে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দৈনিক শত শত লোক মারা যাচ্ছেন, আক্রান্ত হচ্ছেন হাজার হাজার। এমন অবস্থায় অসহায় হয়ে পড়েছেন স্বাস্থ্যকর্মীরা। মার্কিন প্রশাসনও লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা করছে।

মার্কিন প্রশাসনের আশঙ্কা, করোনায় আমেরিকায় এক লক্ষ থেকে আড়াই লক্ষ পর্যন্ত মানুষের মৃত্যু হতে পারে। সেই আশঙ্কা থেকেই এবার ১ লক্ষ করোনা আক্রান্ত মৃতদেহ বহনকারী ব্যাগ কিনছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষ দপ্তর পেন্টাগন সূত্র এমন তথ্য জানিয়েছে। খবর ব্লুমবার্গের।

করোনার আক্রমণে আগামী সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্রে মৃত্যুমিছিলের আশঙ্কা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ট্রাম্প জানান, ‘সামনের ২ সপ্তাহ আমাদের কাছে খুবই যন্ত্রণদায়ক হতে চলেছে৷ আমাদের শক্তির পরীক্ষা হবে। পরিস্থিতির মোকাবিলার সবরকম চেষ্টা হবে।’

মার্কিন প্রশাসন সূত্রে জানা গিয়েছে, করোনায় দেশে বিপুল সংখ্যায় মৃত্যুর আশঙ্কা করে এখন ১ লক্ষ মৃতদেহবহনকারী বিশেষ ব্যাগের বরাত দেওয়া হয়েছে। বিশেষ ওই ব্যাগে ভরে মৃতদেহ সৎকারের ব্যবস্থা করলে মৃতদেহ থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকবে না। ফলে আরও প্রাণহানি বা মারণ ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমবে।

ঢাকা টাইমস/০৫এপ্রিল/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রথম প্রেমের স্পর্শ: পাঠকের উদ্দেশ্যে লেখকের বার্তা
কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ফিলিস্তিনকে স্বীকৃতি দিন এখনই, ৬০ ব্রিটিশ এমপির খোলা চিঠি
গোসলের পর ওজু করতে হবে কি? ইসলামী বিধান যা বলে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা