মাদারীপুরে নারী পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২০, ১১:১৪
অ- অ+

দুবৃর্ত্তে হামলায় গুরুতর জখম হয়েছেন মাদারীপুর সদর থানার পিএসআই অনিমা বাড়ৈ। গত রবিবার রাতে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। অনিমাকে আশঙ্কজনক অবস্থায় ওই রাতেই বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা জানান, ঘটনাটি পূর্ব পরিকল্পিত বলে ধারণা করা হচ্ছে। আহত অনিমা বাড়ৈর সঙ্গে রনবীর নামে এক ছেলের প্রেমঘটিত বিরোধের জেরে ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থল থেকে ছুরি ও স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি জানান, সদর থানায় কর্মরত পিএসআই অনিমা বাড়ৈ রবিবার রাত সাড়ে ১০টার দিকে থানা থেকে পুলিশ লাইন্সের দিকে যাচ্ছিলেন। এ সময় লেকেরপাড়ে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গেলে অনিমা বাড়ৈর পথরোধ করে তার গলায় ও হাতে ছুরি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে অজ্ঞাত এক ব্যক্তি। এ সময় তার চিৎকারে লোকজন এগিয়ে এসে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে রাতেই তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

ঢাকাটাইমস/০৬এপ্রিল/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড
নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার 
হামদর্দ বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত
পাবনা-ঢাকা সরাসরি এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা