চাঁপাইনবাবগঞ্জে পুলিশ- সেনাবাহিনীর কঠোর নজরদারি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২০, ১৩:১৪
অ- অ+

করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও লোকজনকে ঘর থেকে বের না হতে দেয়ার জন্য চাঁপাইনবাবগঞ্জে কঠোর অবস্থান নিয়ে কাজ করছে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত মাঠে কাজ করছেন তারা। এ অবস্থায় রাস্তায় বের হওয়া সাধারণ মানুষকে রোদে দাঁড় করিয়ে সাময়িক শাস্তিসহ জরিমানা করছে জেলা প্রশাসন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা বেগম বলেন, করোনাভাইরাস প্রতিরোধে প্রতিদিন রাস্তায় বের হওয়া প্রায় ১০০ জনের বেশি লোকজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। এর অধিকাংশই মোটর সাইকেল, ইজিবাইকের চালক। আর রাস্তায় চলাচলকারী ব্যক্তি যারা মাস্ক ব্যবহার করছেন না সেনাবাহিনী সাময়িক শাস্তি হিসেবে রোদে দাঁড় করিয়ে রাখছেন।

এদিকে পুলিশ জেলার বিভিন্ন মোড়ে মোটরসাইকেল আরোহীদের মামলা দেয়া হচ্ছে। পুলিশ বলছে, করোনাভাইরাস প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে তারা।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়নি। ভাইরাস প্রতিরোধে সবাইকে সতর্কভাবে ঘরে থাকার পরামর্শ দেয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/৬এপ্রিল/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুন্সীগঞ্জে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: দলিল লেখকপট্টিতে পুড়ে ছাই ২০ দোকান
আজ রাত আড়াইটায় নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবে বাফুফে
ঢাকা বিভাগের ৫৬টি আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের নাম ঘোষণা
ইলন মাস্ক 'আমেরিকা পার্টি' গঠনের ঘোষণা দিলেন, ট্রাম্পের সঙ্গে সম্পর্কের ভাঙন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা