খালেদার উপদেষ্টা জাফরুল হাসান আর নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২০, ১৪:৩১| আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ১৫:১৪
অ- অ+

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাফরুল হাসান আর নেই।

সোমবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

দীর্ঘদিন ধরে কিডনি ও নানা রোগে ভুগতে থাকা জাফরুল হাসান গত ১৩ মার্চ এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে ও গুণগ্রাহী রেখে গেছেন।

জাফরুল হাসানে মেয়ে তিমা হাসানের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান ঢাকাটাইমসকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জাফরুলের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ভাইস-চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান গভীর শোক প্রকাশ করেছেন। নেতারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

জাফরুল হাসান দীর্ঘকাল বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। সর্বক্ষেত্রেই তিনি সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

ফরিদপুর শহরের আলীপুর কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন শ্রমিক দলের প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু।

(ঢাকাটাইমস/০৬এপ্রিল/বিইউ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মসজিদের দোতলা থেকে শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার 
দেশে ফিরেছেন ৬৬ হাজার ৩৬২ হাজি, মৃত্যু ৪৩ জনের
গাজীপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
পবিত্র আশুরা উপলক্ষ্যে রাজধানীতে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা