রাণীনগরে ৫ দোকান মালিকের জরিমানা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২০, ১৯:৪৪
অ- অ+

নওগাঁর রাণীনগর উপজেলায় করোনাভাইরাস রোধে সরকারি নির্দেশ অমান্য করায় পাঁচ দোকান মালিকের ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলার আবাদপুকুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এসব জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, করোনাভাইরাস রোধে বেশ কিছু সরকারি নির্দেশনা জারি করা হয়েছে। এসব নির্দেশনা অমান্য করে দোকান খুলে রাখা এবং সামাজিক দূরত্ব বজায় না রেখে মালামাল কেনা-বেচা করে জীবন বিপন্নকারী রোগ ছড়াতে সহায়তা করার অপরাধ করেছেন দাণ্ডিতরা। তাই আবাদপুকুর বাজারের আমিনুল ইসলামের ভাই ভাই মুদি হাউজের মালিকসহ চারজন মুদি দোকান মালিককে আট হাজার এবং অন্য এক মুদি দোকান মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাঁচ দোকান মালিকের ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আবাদপুকুর হাটও ভেঙে দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/৮এপ্রিল/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ আবু সাঈদের মাকে নিয়ে ‘কটূক্তি’, পুলিশ সদস্য প্রত্যাহার
শহীদ জিয়ার মাজার এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পরিচ্ছন্নতা অভিযান
নির্বাচনে নৌকা প্রতীক থাকবে না: রাশেদ প্রধান
২২৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে খেলাফত মজলিস 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা