করোনা: ইতালিতে বাংলাদেশিদের পাশে দাঁড়িয়েছে রোম দূতাবাস

কমরেড খোন্দকার, ইউরোপ ব্যুরো
| আপডেট : ১০ এপ্রিল ২০২০, ২৩:৪৪ | প্রকাশিত : ১০ এপ্রিল ২০২০, ২৩:৪২

করোনার থাবায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ ইতালি। যে দেশে প্রতিনিয়ত গুনতে হচ্ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। অত্যন্ত দুঃখজনক হলেও ইতালিতে করোনাভাইরাসের মৃত্যু মিছিলে যোগ হয়েছে সাতজন বাংলাদেশি। বর্তমানে এই সংকটময় পরিস্থিতিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোন বাংলাদেশি মৃত্যুবরণ করলে বাংলাদেশ দূতাবাস রোম তাদের পাশে থাকবে বলে জানিয়েছে।

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদারের একান্ত প্রচেষ্টায় করোনাভাইরাস এ মৃতের লাশ দাফন করা পর্যন্ত প্রয়োজনবোধে সম্পূর্ণ খরচ দূতাবাস বহন করবে- যদি ওই পরিবার আর্থিক সচ্ছলতা না থাকে।

শুধুমাত্র রোম দূতাবাসের আওতাধীন এলাকায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে, মৃত ব্যক্তির পরিবার চাইলে এই সুযোগ সুবিধা পেতে পারে।

এছাড়াও রাষ্ট্রদূত সাংবাদিক, রাজনৈতিকসহ বিভিন্ন স্তরের মাধ্যমে সার্বক্ষণিক বাংলাদেশিদের খোঁজ-খবর রাখছেন।

সম্প্রতি বাংলাদেশ সরকার প্রবাসীদের সহযোগিতার ২৫ লক্ষ টাকা যাচাই-বাচাইয়ের অর্থনৈতিক সমস্যাগ্রস্ত অভিবাসীদের মধ্যে বিতরণের ব্যবস্থা নিয়েছেন।

(ঢাকাটাইমস/১০এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :