ধর্ষণের অভিযোগে মাদারীপুরে আওয়ামী লীগ নেতা বহিষ্কার

হিন্দু তরুণীকে ধর্ষণের অভিযোগে মাদারীপুর জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ তালুকদারকে সাময়িকভাবে বহিষ্কার করেছে দলটি। রবিবার দুপুরে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদারীপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য সাকিলুর রহমান তালুকদার সোহাগের বিরুদ্ধে একজন সংখ্যালঘু (হিন্দু) নারীকে ধর্ষণ করার অভিযোগ উত্থাপিত হয় এবং সেই নারী বাদী হয়ে গত ১৮ মার্চ ঢাকার ভাটারা থানায় মামলা করেন। বর্তমানে ওই মামলায় সাকিলুর রহমান তালুকদার সোহাগ গ্রেপ্তার হয়ে জেলহাজতে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় তাকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে বলেন, সাকিলুর রহমান সোহাগ তালুকদার এক হিন্দু তরুণীকে শুধু ধর্ষণই করেননি, তার বিরুদ্ধে দলের শৃঙ্খলা ভঙ্গের আরো অভিযোগ রয়েছে। তাই তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করে কেন্দ্রে পাঠানো হয়েছে। যাতে স্থায়ীভাবে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
(ঢাকাটাইমস/১২এপ্রিল/এলএ/কেএম)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

‘বিডিআর হত্যাকাণ্ডের আগে কেন খালেদা ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে গেলেন?’

চুয়াডাঙ্গায় প্রতিপক্ষের গুলিতে ট্রাকচালক গুলিবিদ্ধ

মোবাইল চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় তথ্যের সত্যতা যাচাই গুরুত্বপূর্ণ: চসিক মেয়র

পতেঙ্গা সাগর পাড়ের মানুষেরা পাবে সুপেয় পানি

জাতি হিসাবে মর্যাদার জায়গায় গেছি: নৌপরিবহন প্রতিমন্ত্রী

ধর্ষণের শিকার অপহৃত মাদ্রাসাছাত্রী উদ্ধার

ময়মনসিংহে সাংবাদিকদের প্রশিক্ষণ

বেগমগঞ্জে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় স্বীকারোক্তি
