এখনই অবসর নেবেন না বুফন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ এপ্রিল ২০২০, ০৯:০৮

গত জানুয়ারিতে ৪২ বছরে পা রেখেছেন জিয়ানলুইজি বুফন। তার বয়সে অনেক ফুটবলার বুটজোড়া চিরতরে তুলে রেখে পরিবারের সঙ্গে অবসর সময় কাটায়। নয়তো নেমে পড়ে কোচিং ক্যারিয়ারে। কিন্তু বিশ্বকাপজয়ী ইতালিয়ান কিংবদন্তি গোলরক্ষক যে সবার থেকে একটু আলাদা তা ইতোমধ্যে প্রমাণ করেও দিয়েছেন।

বুফন অবসরে যাবেন কবে? এই প্রশ্নকে আরেকবার বুড়ো আঙুল দেখিয়ে জুভেন্টাসের সঙ্গে ফের নতুন চুক্তি করতে যাচ্ছেন ‘গিগি’। করোনা ভাইরাস লকডাউনের পরই তুরিনের বুড়িদের সঙ্গে আরও এক বছরের নতুন চুক্তি করবেন বুফন। আর তা হলে পেশাদার ক্যারিয়ারের ২৭তম মৌসুম খেলবেন তিনি।

জুভেন্টাসের সঙ্গে বুফনের শীগগিরই নতুন চুক্তি করতে যাওয়ার বিষয়টি জানিয়েছে ইতালিয়ান ক্রীড়া মাধ্যম তুত্তোস্পোর্ট। গণমাধ্যমটির দাবি, তুরিনে ২০২১ সাল পযর্ন্ত থাকবেন বুফন। ৪৪ বছর বয়সেও গোলপোস্টের নিচে দাঁড়ানোর ইচ্ছে আছে তার।

সাবেক দুই আজ্জুরি সতীর্থ ফাবিও কানাভারো এবং ফ্রান্সিসকো টট্টির সঙ্গে ২০০৬ বিশ্বকাপ জিতেছিলেন বুফন। বয়স প্রায় কাছাকাছি হলেও কানাভারো-টট্টি বুটজোড়া তুলে রেখেছেন বহু আগে

টট্টি মনে করেন, জুভেন্টাস না থামালে বুফন ৫০ বছর বয়সে গিয়েও খেলবেন। সাবেক রোমা অধিনায়ক বলেন, ‘আমি আপনাকে বলতে পারি, গিগি ৫০ বছর বয়স পযর্ন্ত খেলতে চায়। কিন্তু সে আর দুই বা তিন মৌসুম খেলতে পারে।’

সাবেক সতীর্থ টট্টির সঙ্গে গলা মিলিয়েছেন ব্যালন ডি’অরজয়ী কানাভারোও, ‘সে (বুফন) থামতে চায় না। কিন্তু তারা (জুভেন্টাস) তাকে থামাবে।’

টট্টি তো ৫০ বছরের কথা বলেছেন। তবে বুফনের স্বপ্নের কথা শুনলে ৫০ বছরকে নেহায়েৎ সংখ্যা ছাড়া কিছুই মনে হবে না। গত বছর ৪১ বছরে পা দেওয়ার পর পিএসজি থেকে এক মৌসুম পর ফের তুরিনে ফেরা গোলরক্ষক জানিয়েছিলেন, ৮০ বছর বয়সেও খেলে যাওয়ার কথা।

তখন লা স্টাম্পা নামের এক গণমাধ্যমকে বুফন বলেন, ’৪১ বছর বয়সেও আমি স্বপ্ন দেখি।’

(ঢাকাটাইমস/১৯ এপ্রিল/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এশিয়ান তায়কোয়ান্দো চ্যাম্পিয়ন ইরান

হাই পারফরম্যান্স দলে শ্রেয়াস-ইশান, আবারও ফিরতে পারেন কেন্দ্রীয় চুক্তিতে

এবারের বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে যা বললেন মাশরাফি

এইচপির ট্রেনিং ক্যাম্পের দল ঘোষণা বিসিবির

যুক্তরাষ্ট্রে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ, দেখে নিন ম্যাচ সূচি

সিটি ছাড়ার কথা ভাবছেন  ‘ক্লান্ত’ গার্দিওলা

দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজ: বিশ্বকাপের অধিনায়কসহ ৭ জনকে রাখছে না ওয়েস্ট ইন্ডিজ

ব্রাজিলের কোপা স্কোয়াডে নতুন চার মুখ, বাদ পড়লেন এডারসন

দাপুটে জয়ে আবারও শিরোপা উঠলো ম্যানসিটির হাতে, গড়ল ইতিহাসও

পাকিস্তান সফরের ইচ্ছাপ্রকাশ বিরাট কোহলির, বেজায় খুশি আফ্রিদি

এই বিভাগের সব খবর

শিরোনাম :