কুমিল্লায় দরিদ্রদের বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছালেন একঝাঁক তরুণ

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০২০, ১৬:৩৮
অ- অ+

কুমিল্লায় মনোহরগঞ্জ উপজেলায় দরিদ্রদের বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন একঝাঁক তরুণ। ‘কেয়ারী মানব কল্যাণ সংস্থা’ নামে একটি সামাজিক সংগঠনের তরুণরা এ খাদ্য সহায়তা দিয়েছে।

সোমবার উপজেলার বাইশগাঁও ইউনিয়নের কেয়ারী গ্রামের তরুণ ও যুবকদের নিয়ে গঠিত এ সংগঠনের সদস্যরা গ্রামের অর্ধশতাধিক দরিদ্র পরিবারে এ সহায়তা পৌঁছে দিয়েছেন। রমজানে ইফতারের কথা মাথায় রেখে মুড়ি, ছোলা, খেজুর, চিনি, ট্যাংক, খেসারি ডাল ও তেল দেওয়া হয়েছে এসব পরিবারকে।

সংগঠনের প্রধান সমন্বয়ক মাহবুবুর রহমান শাহীন জানান, এসব সামগ্রী বিতরণে স্থানীয় প্রবাসী ও বিত্তবানরা সহগযোগিতা করেছে। তাদের সহায়তায় এর আগেও কয়েক দফা দরিদ্রদের মাঝে চাল ও ডালসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিরতণ করা হয়েছে। এছাড়া তাদের সহায়তায় লিফলেট, মাস্ক ও জীবাণুনাশক বিতরণ করে গ্রামের প্রত্যেক পরিবারকে করোনাভাইরাস সম্পর্কে সচেতন করা হয়।

তিনি আরও জানান, যতদিন এ করোনার পরিস্থিতি থাকবে পর্যায়ক্রমে এ সহায়তা কারযক্রম অব্যাহত থাকবে।

খাদ্যসামগ্রী বিতরণের সার্বিক কার্যক্রমে ছিলেন- সংগঠনের সদস্য রিপন ভূঁইয়া, মাহবুবুর রহমান শাহীন, মাসুদ আলম, আনোয়ার হোসাইন, আবদুল আউয়াল ভূঁইয়া, মোরশেদ আলম, ইউসুফ ভুঁইয়া, জাকির হোসেন, মামদুদ হোসেন, কামরুল হাসান প্রমুখ।

ঢাকাটাইমস/২১এপ্রিল/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে সংঘর্ষে দুজন নিহত
গোপালগঞ্জে কারফিউ জারি, চলবে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত
কড়া পাহারায় নিরাপদে গোপালগঞ্জ ছাড়লেন নাহিদ-সারজিসরা
ঢাকা টাইমসের সাংবাদিক হাসান মেহেদী হত্যা মামলায় সাবেক এমপি মনু গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা