এবার ময়মনসিংহ মেডিকেলের গাইনি বিভাগের একাংশ বন্ধ

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০২০, ২১:১৮
অ- অ+

মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের একটি অপারেশন থিয়েটার বন্ধ ঘোষণা করা হয়েছে। সন্তান প্রসবের জন্য আসা এক নারীর করোনাভাইরাস শনাক্ত হওয়ায় গত সোমবার রাতে হাসপাতাল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

সেইসঙ্গে এই ইউনিটের প্রায় অর্ধেক চিকিৎসক, নার্স ও কর্মচারীকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

এর আগে গত সপ্তাহে হাসপালটির মেডিসিন ওয়ার্ডে একজন এবং ডায়ালাইসিস ওয়ার্ডে দু’জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী তথ্য গোপন করে চিকিৎসা নেন। বিষয়টি জানাজানি হলে ওই দুই ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম স্থগিত করা হয় এবং চিকিৎসকদের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়।

হাসপাতালের গাইনি বিভাগ সূত্রে জানা গেছে, এই ওয়ার্ডে প্রতিদিন অর্ধশতাধিক নারী সেবা নিতে ভর্তি হন। সেবা নিতে আসা ওই নারীর করোনা শনাক্ত হওয়ার পর ওয়ার্ডটির চিকিৎসা কার্যক্রম সীমিত করা হয়েছে। এছাড়া এই ইউনিটের সাত জন চিকিৎসক, তিন জন শিক্ষানবিশ চিকিৎসক, ছয় জন নার্সসহ মোট ১৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

হাসপাতালের উপপরিচালক সাইফুল ইসলাম জানান, ওই নারীকে এসকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক গাইনি বিভাগের একজন চিকিৎসক জানান, গত বৃহস্পতিবার শেরপুর থেকে অন্তঃসত্ত্বা ওই নারী এখানে ভর্তি হন। পরের দিন অস্ত্রোপচারের মাধ্যমে তার ছেলে সন্তানের জন্ম হয়। তবে তার শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার ভোরে তাকে আইসিইউতে রাখা হয়। পরের দিন তার নমুনা হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষার পর জানা যায় তিনি করোনাভাইরাসে আক্রান্ত। এ খবর ছড়িয়ে পড়ার পর চিকিৎসক ও নার্সদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে হাসপাতাল কর্তৃপক্ষ একটি অপারেশন থিয়েটার বন্ধ ঘোষণা করে। তবে গাইনি বিভাগের অন্য একটি অপারেশন থিয়েটার চালু রাখা হয়েছে বলে জানান তিনি।

ঢাকাটাইমস/২১এপ্রিল/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই: তথ্য উপদেষ্টা
পাকিস্তান সফরে সরকারের সবুজ সংকেত পেল টাইগাররা
চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র থেকে সরে আসতে হবে: ১২ দলীয় জোট
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর দিলেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা