অসহায় গ্রামবাসীর পাশে প্রবাসীরা

নোবিপ্রবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২০, ১৮:৩৪

একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অন্যদিকে করোনাভাইরাস আতঙ্ক। নিম্ন আয়ের মানুষ গৃহবন্দি। দুর্বিপাকে পড়া গ্রামের সাধারণ মানুষ অনেকটাই অসহায়। আর এসব অসহায় মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন নিজ গ্রামের প্রবাসীরা। ফেনী জেলার খিলপাড়া গ্রামের একঝাঁক তরুণের নিরলস প্রচেষ্টায় এমনটি সম্ভব হয়েছে।

উদ্যোক্তারা বলেন, প্রবাসীরা এই দুর্দিনে পাশে দাঁড়িয়েছেন, মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন। ত্রাণ বা দান নয়, সামর্থহীনদের পাশে দাঁড়ানোর সহযোগিতায় তারা দিচ্ছেন উপহার সামগ্রী। সবাই যদি এমন নিজ নিজ জায়গা থেকে নিজেরা নিজের কমিউনিটির দেখভাল করেন, তাহলে কাছের আপনজনদের কষ্ট ও বিড়ম্বনার মাঝে পড়তে হবে না।

তারা বলেন, প্রাথমিকভাবে অন্তত ১০০ পরিবারের সাতদিনের খাবার ও প্রয়োজনীয় দ্রব্য হিসেবে চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ ও ইফতারসামগ্রী দিয়েছি। সবার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগ্রহণে অনেক বড় অংশ হয়। সবার প্রতি অনুরোধ থাকবে আসুন সবাই এই মহৎ কাজে শরিক হই। প্রতিবেশী হয়ে আরেক প্রতিবেশীর দুর্দিনে দুঃখ লাঘবের অংশীদার হই।

এই রেমিটেন্স যোদ্ধারা যেভাবে দেশের অর্থনৈতিক চাকা সচল রেখেছেন ঠিক সেভাবে সমাজিক উন্নয়নেও অংশ নিচ্ছেন। প্রবাসে থাকলেও সব স্বপ্ন দেশ নিয়েই। দেশে থাকা স্বজনদের জন্য তাদের উৎকণ্ঠার শেষ নেই। তারা দেশপ্রেম ও দায়িত্ববোধ থেকে প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছেন।

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :