হিলি সীমান্তে বিজিবির ত্রাণ বিতরণ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ মে ২০২০, ২৩:২৩
অ- অ+

দিনাজপুরের হিলিতে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে বিপাকে পড়া সীমান্তবর্তী গরীব অসহায় দুস্থ এক হাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার সকাল ১১টায় হিলি সীমান্তের মংলা বিওপি ক্যাম্পের সামনে বিজিবির পক্ষ থেকে দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল জহুরুল হক খান তাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসময় সেখানে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের নবাগত অধিনায়ক লে.কর্নেল ফেরদৌস হাসান, মংলা ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার শাহআলমসহ অনেকে উপস্থিত ছিলেন।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল ফেরদৌস হাসান জানান, করোনাভাইরাসের কারণে গোটা বিশ্ব স্থবির হয়ে পড়েছে। লকডাউনের কারণে অনেকে ঘরবন্দি, বিশেষ করে সীমান্তর্বতী মানুষজন কর্মহীন হয়ে বিপাকে পড়ায় খাদ্যকষ্টে রয়েছেন। এমন অবস্থায় তাদেরকে বিজিবির পক্ষ থেকে নিরাপদ দূরুত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী, স্যানিটাইজারসহ বিভিন্ন সামগ্রী দেয়া হয়েছে। এসব সামগ্রী দিয়ে কিছু হলেও কষ্ট লাঘব করার চেষ্টা করা হচ্ছে।

এছাড়াও তিনি জানান, বিজিবির পক্ষ থেকে এর আগেও জয়পুরহাট সীমান্তে অসহায় দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী দেয়া হয়েছে। পর্যায়ক্রমে আরো সীমান্ত এলাকাগুলোতে দেয়া হবে। এ ছাড়াও সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবেন না। নিজে নিরাপদে থাকুন, অন্যকেও নিরাপদে রাখুন।

(ঢাকাটাইমস/৩মে/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তোপের মুখে সিদ্ধান্ত বদল, ৫ দিন আগেই সাতক্ষীরার হিমসাগর বাজারে
২১ আগস্ট গ্রেনেড মামলায় খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি চলছে
মাহবুবুল হক নান্নু'র বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, প্রতিবাদ জানাল মহিলা দলের সাধারণ সম্পাদক
শেখ মুজিবের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বহাল রেখে সংশোধিত খসড়া উঠছে উপদেষ্টা পরিষদে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা