বিআইডব্লিউটিএর সীমানা খুঁটি বসানোর কাজ ফের শুরু

দখলদার থেকে নদীকে মুক্ত করে তীরভূমিতে সীমানা খুঁটি স্থাপনের কাজ কিছু দিন বন্ধ থাকলেও তা পুনরায় শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। করোনাভাইরাসের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থেকে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ চলমান থাকবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক (ঢাকা নদী বন্দর) এ কে এম আরিফ উদ্দিন।
শনিবার টঙ্গী ব্রিজ এলাকায় তুরাগ নদের তীরে সীমানা খুঁটি স্থাপন কার্যক্রম পরিদর্শনের গিয়ে তিনি এসব কথা জানান।
ঢাকা টাইমসকে আরিফ উদ্দিন জানান, দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সাধারণ ছুটি ঘোষণার সঙ্গে নদীর তীরে খুঁটি স্থাপনের কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। যা সোমবার থেকে পুনরায় শুরু করা হলো।
কর্মকর্তা বলেন, ‘আমাদের চ্যালেঞ্জগুলো যেন বিফলে না যায়, সেগুলোর সফল বাস্তবায়নের স্বার্থে করোনা পরিস্থিতি মোকাবিলা করেই ধীরে ধীরে অত্যন্ত সতর্কতার সাথে আবার আমাদের মাঠে ফিরতে হবে। এ প্রত্যয়ে শারীরিক দূরত্ব বজায় ও সুরক্ষা গ্রহণ করে আজ থেকে আবার শুরু হলো অবৈধ স্থাপনা উচ্ছেদ পরবর্তী বিআইডব্লিউটিএর প্রকল্পের আওতায় তুরাগ নদীর সীমানা পিলার স্থাপনের কার্যক্রম।‘
গত বছরের ২৯ জানুয়ারি থেকে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৬৩ দিনে বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদীর উভয় তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বিআইডব্লিউটিএ। এসময় ৭৭৩ টি পাকা স্থাপনা, ১ হাজার ৬৩ টি আধা পাকা ও অন্যান্য ৪ হাজার ৩৯৩ টি স্থাপনা সহ মোট ৬ হাজার ২২৯ টি অবৈধ স্থাপনা করা হয়। এসময় নদী তীরভূমির ১৫৬ দশমিক ৭৫ একর জায়গা অবমুক্ত হয়। পাশাপাশি নদী দখলদারদের ৩১ লাখ ৭ হাজার টাকা জরিমানা ও উচ্ছেদকৃত মালামাল ১৪ কোটি ৮১ লাখ ৭৬ হাজার ৪০০ টাকায় নিলামে বিক্রি করে বিআইডব্লিউটিএ।
(ঢাকাটাইমস/০৪মে/কারই/জেবি)

মন্তব্য করুন