ভারতকে ফিক্সিংয়ের ঘাঁটি বললেন আকিব জাভেদ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ মে ২০২০, ১৫:১৯
অ- অ+

ম্যাচ পাতানোর মানেই মানুষের ধারণা পাকিস্তান। শুধু নিষেধাজ্ঞায় সীমাবদ্ধ না, ম্যাচ গড়াপেটায় জড়িত থাকায় জেলও খাটতে হয়েছে পাকিস্তানি ক্রিকেটারদের। সম্প্রতি উমর আকমলকে তিন বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আকমলের নিষেধাজ্ঞার ঘোষণা আসার পর নতুন করে আলোচনায় দেশটির ক্রিকেট। নানা মহল থেকে আসছে কটু কথা।

সাবেক পাকিস্তানি ক্রিকেটার রশিদ লতিফ সরাসরি দায়ী করেছেন পিসিবি কর্মকর্তাদের এবং ম্যাচ পাতানোকে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনার করার দাবি তুলেছেন।

তবে পাকিস্তানি ক্রিকেটার বা পিসিবি না, আরেক সাবেক পাকিস্তান তারকা আকিব জাভেদ আলোচনার দিয়েছেন ভিন্ন মোড়। তার মতে পাকিস্তান নয় বরং ফিক্সিংয়ের ঘাঁটি হচ্ছে ভারত।

'আইপিএল নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। আমি মনে করি ম্যাচ পাতানো চক্রের ঘাঁটি ভারতে।'

শুধু তাই নয়, ম্যাচ পাতানোয় রাজি না হওয়াতেই তার ক্যারিয়ার আগেই শেষ হয়ে গেছে বলে দাবি আকিবের। এমনকি তার ভাষ্য, একই কারণে পাকিস্তানের কোচ হতে পারেননি তিনি।

‘আমি বাজিকরদের বিপক্ষে মুখ খুলেছিলাম। তাই আমার ক্যারিয়ার দ্রুতই শেষ হয়ে গেছে। বাজিকরদের বিপক্ষে মুখ খুললে ক্যারিয়ারের একটা নির্দিষ্ট পথ পর্যন্ত যেতে পারবেন। এ জন্যই আমি পাকিস্তানের প্রধান কোচ হতে পারিনি।’

(ঢাকাটাইমস/০৮ মে/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অনুমোদনহীন সংগঠন গঠনের বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক করেছে বিএনপি
সংস্কার বিষয়ে বিএনপির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই: মির্জা ফখরুল
মসজিদের দোতলা থেকে শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার 
দেশে ফিরেছেন ৬৬ হাজার ৩৬২ হাজি, মৃত্যু ৪৩ জনের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা