বৃহত্তর নোয়াখালীবাসীদের নিয়ে আইসিটি সংগঠনের আত্মপ্রকাশ

৪ মে সোমবার নোয়াখালী, ফেনী এবং লক্ষীপুরের আইসিটি প্রফেশনালদেরকে একই ছাতায় আনতে এবং একে অপরের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য ভার্চুয়াল সংগঠন আত্মপ্রকাশ করেছে। নাম নোফেল আইসিটি ফোরাম। এই তিন জেলায় বাসন্দাদের মধ্যে যারা তথ্যপ্রযুক্তি নিয়ে কাজ করে তারা এই সংগঠনের সঙ্গে যুক্ত হতে পারবেন।
সংগঠনটির ফাউন্ডারদের মধ্যে অন্যতম মো. নাজিম উদ্দিন বলেন আমরা বাংলাদেশের যেকোনো জায়গায় গেলেই আমাদেরকে একনামে বলে নোয়াখাইল্লা যাতে আমি নিজেকে গর্বিত মনে করি যে আমি এ অঞ্চলের বাসিন্দা আর তাই ডিজিটাল বাংলাদেশের পথচলায় এ পরিচয়কে ডিজিটালি রুপ দিতে এবং আরো ভালোভাবে বাংলাদেশের আনাচে-কানাচে পরিচিত করার লক্ষ্যেই এ সংগঠনটি গড়ার উদ্যোগ হাতে নেই এবং এটিকে নিয়ে ভবিষ্যতে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে যার প্রত্যেকটি আমরা ধাপে ধাপে সবাইকে নিয়ে কার্যকর করতে সক্ষম হবো ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, আমার সঙ্গে আরো ৮ জন ফাউন্ডার ও কলাকৌশলী সংগঠনটির প্রতিষ্ঠালগ্নে একমত পোষণ করেছে। সংগঠনটিকে পুরোপুরি প্রতিষ্ঠায় নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তারা। আমি ওনাদের সঙ্গে কাজ করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।
এ সংগঠনের স্লোগান ‘আমারা সবাই বৃহত্তর নোয়াখালীর সন্তান, মিলেমিশে থাকলেই ঘটবে এর সামগ্রিক উন্নয়ন’
আমাদের এই ফোরামে যুক্ত হতে ভিজিট করুন : https://www.facebook.com/groups/229898758235572/?epa=SEARCH_BOX
(ঢাকাটাইমস/১১মে/এজেড)

মন্তব্য করুন