প্রধানমন্ত্রীর ঈদ উপহার মানুষকে স্বস্তি দেবে: ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার (ঢাকা) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ মে ২০২০, ১৯:৫৪

ঈদের আগে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৫০ লাখ লোককে ২৫০০ টাকা করে পাঠানো প্রধানমন্ত্রীর উপহার করোনাকালে হতদরিদ্র কর্মহীন মানুষের জীবনে কিছুটা স্বস্তি দেবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

শুক্রবার দুপুরে সাভার পৌরসভার তালবাগ এলাকায় তিন শতাধিক হতদরিদ্র এবং মানুষের মাঝে উপহার হিসেবে খাদ্যসামগ্রী তুলে দিতে গিয়ে একথা বলেন তিনি। প্রতিমন্ত্রী এ সময় দুস্থ এবং অসহায় মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সারা বিশ্বের মতো বাংলাদেশের অর্থনীতিও করোনাভাইরাসের প্রভাবে থমকে গেছে। সংক্রমণ এড়িয়ে অর্থনীতি পুনরুদ্ধারে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে প্রাণঘাতী মহামারী কোনো ভাইরাসের প্রভাব মোকাবেলায় সমাজের সব বিত্তবান মানুষকে এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।

(ঢাকাটাইমস/১৫মে/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :