দ্রুতগতির ফোন কিনবেন?

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ মে ২০২০, ০৯:১০
অ- অ+

আপনার ফোনটি কি স্লো হয়েছে? দ্রুতগতির ফোন কিনবেন? তাহলে আপনার পছন্দ হতে পারে ভিভো ভি ১৯ মডেলটি। এই ফোনে রয়েছে ৮ জিবি র‌্যাম। যা ফোনটিকে করেছে সুপারফাস্ট। এছাড়াও এতে রয়েছে অধিক স্টোরেজ এবং শক্তিশালী ব্যাটারি।

কোম্পানির সাম্প্রতিকতম মিডরেঞ্জ স্মার্টফোনে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭১২ মডেলে চিপসেট। ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজে ফোনটি পাওয়া যাচ্ছে।কালো ও রূপালি রঙে এই ফোন পাওয়া যাবে।

ডুয়েল সিমের ভিভো ভি ১৯ মডেলে রয়েছে ৬.৪৪ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। এই ফোনে অ্যানড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের সঙ্গে ভিভোর ফানটাচ ওএস টেন স্কিন দেয়া হয়েছে।

এই ফোনের ডুয়াল সেলফি ক্যামেরায় ৩২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকছে। সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। ফোনের পিছনে চারটি ক্যামেরায় ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।

কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট। ব্যাকআপের জন্য রয়েছে ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।

৩০ হাজার টাকার মধ্যে ফোনটি পাওয়া যাবে।

(ঢাকাটাইমস/১৬মে/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাহবুবুল হক নান্নু'র বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, প্রতিবাদ জানাল মহিলা দলের সাধারণ সম্পাদক
শেখ মুজিবের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বহাল রেখে সংশোধিত খসড়া উঠছে উপদেষ্টা পরিষদে
ঘুষ কম দেওয়ায় সেবাগ্রহীতার মাথা ফাটালেন অফিস সহকারী
এস আলম গ্রুপের অপকর্মের সহযোগী সাবেক জামায়াত নেতা ফখরুলের বিএনপির মনোনয়ন বাসনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা